হেড-ওয়েবস্টারের জুটিতে ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া
প্রথম ইনিংসে পুঁজি মাত্র ১৮০ রানের। তবে বোলারদের নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজকেও ১৯০ রানেই আটকে দিয়েছে অস্ট্রেলিয়া। ফলে মাত্র ১০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে তারা।
তবে ব্রিজটাউন টেস্টে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমেও বিপদে পড়েছিল অস্ট্রেলিয়া। ৬৫ রানে হারিয়ে বসে ৪ উইকেট। তখন লিড মাত্র ৫৫। এই ধস আটকানো না গেলে ম্যাচে নড়বড়ে অবস্থানে চলে যেতো সফরকারীরা। সেটি হয়নি।
পঞ্চম উইকেটে হাল ধরেন ট্রাভিস হেড আর বিউ ওয়েবস্টার। তাদের শতরানের জুটিতে বিপদ কাটিয়ে উঠেছে অস্ট্রেলিয়া। হেড অবশ্য ফিরেছেন ৬১ করে। তবে বিউস্টার ৪৬ রান নিয়ে ব্যাটিংয়ে আছেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৫ উইকেটে ১৭২ রান। এরই মধ্যে ১৬২ রানের লিড অসিদের।
এমএমআর