অভিষেকের পরের ম্যাচেই ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা তানভীর

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:২০ পিএম, ০৫ জুলাই ২০২৫
উইকেট শিকারের পর তানভীর ইসলামের উদযাপন/ছবি: ইএসপিএন ক্রিকইনফো

আগের ওয়ানডেতেই এই ফরম্যাটে অভিষেক হয়েছিল। ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতে এসে ম্যাচ জেতানো স্পেল উপহার দিলেন তানভীর ইসলাম।

বাঁহাতি এই স্পিনারের ঘূর্ণি জাদুতে ভর করে ২৪৮ রানের পুঁজি নিয়েও শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ। ১৬ রানের জয়ে সিরিজে ফিরিয়েছে সমতা।

কলম্বোয় তানভীর এদিন ১০ ওভার বল করে দুটি মেইডেনসহ মাত্র ৩৯ রান দিয়ে শিকার করেন ৫টি উইকেট। শ্রীলঙ্কার প্রথম চার ব্যাটারের তিনজনই হন বাঁহাতি এই স্পিনারের শিকার।

৫/৩৯, দুর্দান্ত এই বোলিং ফিগারের পর ম্যাচসেরার পুরস্কারটিও উঠেছে তানভীরের হাতে। প্রথম সিরিজেই বাজিমাত করেছেন ২৮ বছর বয়সী এ স্পিনার।

এমএমআর/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।