ঢাকায় এসিসির সভা বয়কট ভারতের, সমর্থনে শ্রীলঙ্কা-আফগানিস্তান!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ১৯ জুলাই ২০২৫

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নির্ধারিত বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হলে তাতে অংশ নেবে না ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে আরও কয়েকটি সদস্য বোর্ডও এমন সিদ্ধান্ত নিয়েছে। খবর ভারতীয় সংবাদমাধ্যমের।

এই বৈঠকটি আগামী ২৪ জুলাই বাংলাদেশের রাজধানী ঢাকায় হওয়ার কথা। ইন্ডিয়া টুডে-কে একজন শীর্ষ সূত্র জানিয়েছেন, বিসিসিআই আনুষ্ঠানিকভাবে এসিসি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভিকে জানিয়ে দিয়েছে, যদি বৈঠক ঢাকায় হয়, তবে তারা অংশ নেবে না। ভারতের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন।

এদিকে শ্রীলঙ্কা, ওমান এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডও ভারতের পক্ষে অবস্থান নিয়েছে এবং ঢাকা ভেন্যু নিয়ে আপত্তি জানিয়েছে।

তবে এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি দৃঢ়ভাবে ঢাকা ভেন্যুতেই বৈঠক করার পক্ষে। কিছুতেই তিনি ভেন্যু পরিবর্তন করতে রাজি নন।

সূত্র জানায়, বিসিসিআই স্পষ্টভাবে এসিসি এবং মহসিন নাকভিকে তাদের অবস্থান জানিয়েছে। তারা ভেন্যু পরিবর্তনের অনুরোধও জানিয়েছে, কিন্তু এখনো কোনো উত্তর পাওয়া যায়নি।

এসিসির গঠনতন্ত্র অনুযায়ী, ঢাকায় অনুষ্ঠিত বৈঠকে যদি মূল সদস্য দেশগুলো না থাকে, তাহলে ওই বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো বাতিল হতে পারে।

এখনো এসিসির পক্ষ থেকে ভেন্যু পরিবর্তন নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে এশিয়া কাপ ২০২৫ আসরের ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

উল্লেখ্য, এশিয়া কাপ চলতি বছরের সেপ্টেম্বর মাসে মাঠে গড়ানোর কথা। আয়োজক ভারত।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।