ইতিহাস আর রেকর্ড কিন্তু ভাঙার জন্যই তৈরি হয়: লিটন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ১৯ জুলাই ২০২৫

সবার জানা, বাংলাদেশের পারফরম্যান্সে ধারাবাহিকতা কম। টাইগাররা পর পর দুই সিরিজে খুব খেলেছেন, এমন নজির খুব একটা নেই। তাই পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে ওই ধারাবাহিকতার বিষয়টা চলে আসছে।

শ্রীলঙ্কার কাছে পিছিয়ে পড়ে সিরিজ জেতার পর এবার দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ। শ্রীলঙ্কার মাটিতে প্রথম ম্যাচ হেরে শেষ দুই খেলায় বাংলাদেশ যে ক্রিকেটটা খেলেছে, এবার ঘরের মাঠে কি তা খেলতে পারবে?

সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক লিটন দাসের আশাবাদী উচ্চারণ, ‘চেষ্টার তো কখনও কমতি থাকবে না। শুধু দুইটা কেন, যদি ব্যাক টু ব্যাক অনেকগুলো সিরিজও হয়, আমাদের একই মাইন্ডসেট আপ থাকবে। একই লক্ষ্য থাকবে, সিরিজ জেতার। তবে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে।’

শ্রীলঙ্কায় যে ইতিহাস গড়া হয়েছে, সেটা অতীত। এখন আবার নতুন করে শুরুর তাগিদ বাংলাদেশ অধিনায়কের কণ্ঠে, ‘এখন নতুন জায়গা, নতুন ভেন্যু। সবকিছু নতুনভাবে নিতে হবে, নতুন চ্যালেঞ্জ আসবে। আমরা প্রস্তুত এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য। দেখি কী হয়।’

পরপর দুই সিরিজ ভালো খেলে জেতার রেকর্ড খুব কম। তবে লিটনের কথা, ‘ইতিহাস আর রেকর্ড কিন্তু ভাঙার জন্যই তৈরি হয়। আমরা যদি ভালো ক্রিকেট খেলি, রেকর্ড ভাঙতে সময় লাগবে না। তবে ওই রেকর্ডের চিন্তা না করে, আমরা কী করতে পারি, আমাদের কতখানি সামর্থ্য আছে; কতটা ভালো ক্রিকেট খেলতে পারি, সেসব ভাবলে ওই সব জিনিসই বদলে যাবে।’

এআরবি/এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।