টাইগার একাদশে দুই পরিবর্তন
সিরিজ জয়ের মিশনে মাঠে নামছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে পাকিস্তান।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে দুটি পরিবর্তন। দলে নেই তানজিদ হাসান তামিম এবং তাসকিন আহমেদ। তাদের বদলে ঢুকেছেন নাইম শেখ আর শরিফুল ইসলাম।
পাকিস্তান একাদশেও এসেছে একটি পরিবর্তন। আবরার আহমেদের বদলে অভিষেক হচ্ছে আহমেদ দানিয়েলের।
বাংলাদেশ একাদশ
পারভেজ হোসেন ইমন, নাইম শেখ, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান।
পাকিস্তান একাদশ
ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, হাসান নেওয়াজ, সালমান আগা (অধিানয়ক), মোহাম্মদ নওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা, আহমেদ দানিয়েল।
এমএমআর/এএসএম