বিমান দুর্ঘটনা নিয়ে পাকিস্তান অধিনায়ক
‘মর্মান্তিক ঘটনা, জাতি হিসেবে আমরা পাশে আছি’
সোমবার দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ৩১ জন নিহত হয়েছেন। দগ্ধ অন্তত ২০০ জন।
এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো বাংলাদেশে। একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের এই কঠিন সময়ে সহমর্মিতা জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। আজ (মঙ্গলবার) দ্বিতীয় টি-টোয়েন্টি শুরুর আগে টসের পর তিনি বলেছেন, পুরো পাকিস্তান জাতি বাংলাদেশের পাশে আছে।
সালমান আগা বলেন, ‘গতকালের ঘটনা মর্মান্তিক। অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে তাদের জন্য দোয়া। আমরা জাতি হিসেবে এবং পিসিবির পক্ষ থেকে তাদের পাশে আছি।’
টসের সময় বিমান দুর্ঘটনা নিয়ে কথা বলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাসও। তিনি বলেন, ‘আমরা সবাই জানি, কতকাল অনাকাঙিক্ষত এক ঘটনা ঘটে গেছে। এটা মেনে নেওয়া সহজ নয়। আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজ খেলতে নামছি। আমিও একজন বাবা, আমি অনুভূতিটা বুঝি। আসলেই খুব খারাপ লাগছে। এই মুহূর্তে খুবই আবেগঘন মুহূর্ত। আমরা সবাই প্রার্থনা করছি।’
এমএমআর/এমএস