এশিয়া কাপ ঘিরে বিসিবির উদ্যোগ
জুলিয়ান উড পাওয়ার হিটিং কোচ, মনোবিদ হিসেবে আসছেন ডেভিড স্কট
গেল শুক্রবার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জাগো নিউজকে জানিয়েছিলেন, এশিয়া কাপের আগে ক্রিকেটারদের পারফরম্যান্স উন্নতির জন্য একজন পাওয়ার হিটিং কোচ ও মনোবিদ নিয়োগ করা হবে।
যেই কথা সেই কাজ। ৪৮ ঘণ্টা পার না হতেই সেই দুটি নামও চূড়ান্ত করে ফেলেছে বিসিবি।
দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, পাওয়ার হিটিং কোচ হিসেবে বাংলাদেশে আসছেন জুলিয়ান উড। তাকে নিয়োগ করার উদ্দেশ্য হলো- এশিয়া কাপে তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন ও লিটন দাসরা যেন বড় বড় শট খেলতে পারেন, বল উড়িয়ে বাউন্ডারি পার করতে পারেন।
আর ধারাবাহিকতা ধরে রাখা ও চাপ সামলে খেলার জন্য মানসিকভাবে ক্রিকেটারদের ফিট রাখতে ডেভিড স্কটকে মনোবিদ হিসেবে নিয়োগ করছে বিসিবি। তবে এখনো আনুষ্ঠানিকভাবে উড ও স্কটের নাম ঘোষণা করেনি দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।
বিসিবির নির্ভরযোগ্যসূত্র জাগো নিউজকে জানিয়েছে, আগামী আগস্টের প্রথম সপ্তাহে বাংলাদেশে আসবেন স্কট ও উড। এশিয়া কাপের ক্যাম্পে বাংলাদেশ দলের সঙ্গে কাজ করবেন তারা।
জাগো নিউজ আরও জানতে পেরেছে, আগামী ৫ আগস্ট এশিয়া কাপের ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। তার আগেই দলের সঙ্গে যোগ দেবেন উড ও স্কট।
খেলোয়াড়ি জীবনে উড একজন ইংলিশ ক্রিকেটার। ফার্স্ট ক্লাস ও লিস্ট এ ক্রিকেটে খেললেও কখনো ইংল্যান্ডের জাতীয় দলে খেলেননি তিনি। ক্রিকেটীয় জীবনে উড খেলতেন বাঁহাতি ব্যাটার হিসেবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রামের হেড কোচের দায়িত্বও পালন করেছেন ৫৬ বছর বয়সী এই ইংলিশম্যান। এছাড়া আইপিএলের ফ্র্যাঞ্চাইজি পাঞ্চাব কিংসের ব্যাটিং কনসালটেন্ট হিসেবেও কাজের অভিজ্ঞতা আছে উডের।
পাঞ্চাব কিংসের সঙ্গে উড। ছবি: সংগৃহীত
অন্যদিকে স্কট এর আগে বাংলাদেশের হাইপারফরম্যান্স টিমের সঙ্গে কাজ করেছেন।
এআরবি/এমএইচ/