এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং নিয়োগ দিলো লঙ্কান হেড কোচ
আসন্ন এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে পড়েছে হংকং। আরেক প্রতিপক্ষ শ্রীলঙ্কা। মহাদেশীয় এই আসরকে সামনে রেখে এবার লঙ্কান সাবেক ক্রিকেটারকেই হেড কোচ হিসেবে নিয়োগ দিলো হংকং। নাম কৌশল সিলভা।
২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে ৩৯টি টেস্ট খেলেছেন কৌশল সিলভা। ২০১৯ সালে খেলোয়াড়ি জীবন শেষে কোচিং পেশাকে বেছে নেন তিনি।
নিজের দেশ শ্রীলঙ্কাসহ কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াতেও। তবে আন্তর্জাতিক কোনো দলের কোচ হিসেবে এবারই প্রথম ৩৯ বছর বয়সী সিলভার।
প্রথম শ্রেণির ক্রিকেটে উইকেটরক্ষক ওপেনার হিসেবে বেশ ভালো ক্যারিয়ার কৌশলের। ২০৯ ম্যাচে ৪১টি সেঞ্চুরিসহ করেছেন ১৩ হাজার ৯৩২ রান।
নতুন দায়িত্ব পেয়ে সিলভা বলেন, ‘তার লক্ষ্য থাকবে সিনিয়র স্কোয়াডের মধ্যে একটি শক্তিশালী কর্মনীতি এবং জয়লাভের মানসিকতা জাগানো এবং অব্যাহত বৃদ্ধির জন্য নতুন প্রতিভা সনাক্ত ও লালন করার জন্য কাজ করা।’
এমএমআর/এমএস