বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:১৭ পিএম, ২০ অক্টোবর ২০২৫

পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপে শুভ সূচনা করেছিল বাংলাদেশ। এরপর টানা চারটি ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়া প্রায় নিশ্চিত করে ফেলেছে। যেটুকু সম্ভাবনার সুতা ঝুলছে এখনও সেই সম্ভাবনা টিকিয়ে রাখতে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হলো নিগার সুলতানা জ্যোতিরা।

মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টস জিতলেন শ্রীলঙ্কা অধিনায়ক চামারি আতাপাততু। টস জিতেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বাংলাদেশকে করতে হচ্ছে ফিল্ডিং।

বাংলাদেশের মতো শ্রীলঙ্কারও রয়েছে ২ পয়েন্ট। তবে, কোনো ম্যাচ জিতে নয়, বৃষ্টির কারণে দুটি ম্যাচ পরিত্যাক্ত হওয়ায় এই ২ পয়েন্ট পেয়েছে তারা। সুতরাং, তাদেরও লক্ষ্য বাংলাদেশের বিপক্ষে টুর্নামেন্ট প্রথম জয় তুলে নেওয়া এবং সেমির সম্ভাবনা টিকিয়ে রাখা।

Toss

টস জিতে ব্যাট করতে নেমে অবশ্য শুরুতেই উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা। ইনিংসের প্রথম বলেই বিষমি গুনারত্নেকে এলবিডব্লিউ করে সাজঘরে পাঠিয়ে দেন মারুফা আক্তার। এরপর অবশ্য, এ রিপোর্ট লেখা পর্যন্ত আর উইকেট পড়েনি। ৯.৩ ওভারে ৬২ রান করেছে লঙ্কানরা। ৪২ রানে আতাপাত্তু, ১৮ রানে ব্যাট করছেন হাসিনি পেরেরা।

বাংলাদেশ একাদশ

ফারজানা হক, রুবিয়া হায়দার, শারমিন আখতার, নিগার সুলতানা (অধিনায়ক ও উইকেটকিপার), সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আখতার, নাহিদা আখতার, রাবেয়া খান, নিশিতা আখতার, মারুফা আখতার।

শ্রীলঙ্কা একাদশ

বিষমি গুনারত্নে, চামারি আতাপাত্তু (অধিনায়ক), হাসিনি পেরেরা, হর্ষিথা সমারাবিক্রমা, কবিশা দিলহারি, নিলাক্ষিকা সিলভা, অনুশকা সাঞ্জীবানি (উইকেটকিপার), সুগান্দিকা কুমারী, মালকি মাদারা, ইনোকা রানাওয়ীরা, উদেশিকা প্রাবোধানি।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।