মিরপুর টেস্টকে পঞ্চম দিনে নিয়ে গেলো আয়ারল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৪ পিএম, ২২ নভেম্বর ২০২৫

জয়ের জন্য লক্ষ্য ৫০৯ রান। এই লক্ষ্য পাড়ি দিতে পারলে সৃষ্টি হবে ইতিহাস। আয়ারল্যান্ড কি সেই ইতিহাস সৃষ্টি করতে চাচ্ছে। তারা নিজেরাও হয়তো জানে, ইতিহাস গড়া যাবে না। তবে টেস্ট বাঁছানোর চেষ্টা করলে তো ক্ষতি নেই। সে চেষ্টাই করে যাচ্ছে আইরিশরা।

যার ফলে চতুর্থ দিন ৬টি উইকেট হারিয়ে বসলেও ম্যাচটাকে পঞ্চম দিনে টেনে নিতে সক্ষম হয়েছে তারা। এখন দেখার বিষয়, পঞ্চমদিন বাংলাদেশের বোলিংয়ের সামনে সারাদিন ৯০ ওভার বাকি ৪ উইকেট নিয়ে টিকে থাকতে পারে কি না কিংবা জিততে পারেনি কি না। অন্যথা তাদের হারতে হবে স্বাগতিকদের কাছে।

দ্বিতীয় ইনিং আয়ারল্যান্ড চতুর্থদিন শেষ করেছে ৬ উইকেটে ১৭৬ রান নিয়ে। এখনও জয়ের জন্য তাদের প্রয়োজন ৩৩৩ রান। ৩৪ রানে কার্টিস ক্যাম্ফার ও ১১ রানে ব্যাট করছেন অ্যান্ডি ম্যাকব্রাইন।

১ উইকেটে ১৫৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। উইকেটে ছিলেন সাদমান ইসলাম ও মুমিনুল হক। সাদমান ৭৮ রান করে আউট হয়ে গেলে মাঠে নামেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু তিনি ৫ বল খেলে ১ রান করে আউট হয়ে গেলে মাঠে নামেন মুশফিকুর রহিম।

দলীয় ২৯৭ রানের মাথায় মুমিনুল হক আউট হয়ে যান। ১১৮ বলে ৮৭ রান করেন তিনি। এ সময় ৮১ বলে ৫৩ রান করে অপরাজিত ছিলেন মুশফিকুর রহিম। নিজের শততম টেস্ট ম্যাচকে রানে রানে ভরিয়ে দিলেন মুশফিক।

মুমিনুল আউট হতেই ইনিংস ঘোষণা করে দেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের লিড দাঁড়ায় ৫০৮ রান।

জয়ের জন্য ৫০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই পল স্টার্লিংয়ের উইকেট হারায় আয়ারল্যান্ড। ৯ রান করে আউট হন তিনি। ১৩ রান করে আউট হন অ্যান্ডি বালবিরনি। মোট কথা শুরু থেকেই তাইজুলের ঘূর্ণি তোপে পড়ে আইরিশরা। ১৯ রান করে হাসান মুরাদের বলে আউট হন কেড কারমাইকেল।

দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করেন হ্যারি টেক্টর। ৮০ বলে ৫০ রান করে আউট হন তিনি। লরকান টাকার ৭ রানে আউট হন। ১৫ রান করে আউট হন স্টিনে দোহেনি। অ্যান্ডি ম্যাকব্রাইন ১১ এবং কার্টিস ক্যাম্ফার ৩৪ রানে অপরাজিত রয়েছেন।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।