বউয়ের কথা শুনতে শুনতে কান বড় হয়ে গেছে হাফিজের!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৪৬ এএম, ২৬ মার্চ ২০২০

করোনাভাইরাসের কারণে মাঠে খেলা নেই, এমনকি হোম কোয়ারেন্টাইন বা লকডাউনের সুযোগ নেই অনুশীলনেরও। ফলে একপ্রকার অলস সময়ই কাটছে ক্রীড়াবিদদের।

এ সময়টা কাটানোর জন্য ব্যতিক্রমধর্মী সব উদ্যোগ নিচ্ছেন বিশ্ব তারকারা। স্টে এট হোম চ্যালেঞ্জের আওতায় টয়লেট পেপার দিয়ে ফুটবল, ক্রিকেট খেলেছেন লিওনেল মেসি, জামাল ভূঁইয়া, ইয়ান বেল, ড্যারেন স্যামিরা। যা সাড়া জাগিয়েছিল নেট দুনিয়ায়।

তবে এসবের কিছুই করেননি পাকিস্তানের সাবেক অধিনায়ক ও অফস্পিনিং অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। টানা পাঁচদিন ধরে ঘরে বসে শুধু স্ত্রীর কথাই শুনে যাচ্ছেন। যার ফলে তার দুই কানই বড় হয়ে গেছে। সত্যি সত্যি কান বড় না হলেও, রুপকার্থেই এমনটা বলেছেন হাফিজ।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একজন কান বড় মানুষের ব্যাঙ্গাত্মক ছবি আপলোড করে হাফিজ লিখেছেন, ‘পাঁচদিন ধরে ঘরে বসে স্ত্রীর কথা শুনতে শুনতে আমার বর্তমান অবস্থা এখন এমন।’

এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।