ওয়াসিমের আইপিএল একাদশে নেই ডি ভিলিয়ার্স, আছেন কারা?
সীমিত ওভারের বড় বড় রেকর্ডগুলো তারই দখলে। পাওয়ার হিটিংয়ের সঙ্গে স্কিল, কোনো কিছুরই কমতি নেই 'মিস্টার ৩৬০ ডিগ্রি' এবি ডি ভিলিয়ার্সের। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ককে পাওয়ার জন্য তাই বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগগুলোতে কাড়াকাড়ি পড়ে যায়।
আইপিএলেও ভীষণ দামি এবি ডি ভিলিয়ার্স। ২০০৮ সাল থেকে ২০১৯ পর্যন্ত সব কটি আসর খেলে ১৫৪ ম্যাচে ৩টি সেঞ্চুরির সঙ্গে করেছেন ৩৩টি হাফসেঞ্চুরি। স্ট্রাইকরেটও দেড়শোর ওপরে। দক্ষিণ আফ্রিকান এই ব্যাটসম্যানকে কিছুতেই ছাড়তে রাজি নয় রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
ডি ভিলিয়ার্সকে ছাড়া যেন আইপিএল কল্পনাই করা যায় না। অথচ এমন একজন ব্যাটসম্যানকে নিজের গড়া একাদশে জায়গাই দিলেন ভারতের সাবেক ওপেনার ওয়াসিম জাফর। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে আইপিএলের সর্বকালের সেরা একাদশ বেছে নিয়েছেন তিনি, যেখানে অধিনায়ক রেখেছেন চেন্নাই সুপার কিংসের মহেন্দ্র সিং ধোনিকে।
ওয়াসিমের একাদশে চার বিদেশি খেলোয়াড় হলেন-ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, আফগানিস্তানের রশিদ খান এবং শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা।
ওপেনিংয়ে ওয়াসিম রেখেছেন রোহিত শর্মা আর গেইলকে। তিনে সুরেশ রায়না, চারে বিরাট কোহলি, এরপর উইকেটরক্ষক ব্যাটসম্যান ধোনি, অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও হার্দিক পান্ডিয়া, অফস্পিনার রশিদ খান ও রবিচন্দ্রন অশ্বিন, পেস আক্রমণে জাসপ্রিত বুমরাহ এবং লাসিথ মালিঙ্গা। দ্বাদশ খেলোয়াড় হিসেবে বেছে নিয়েছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে।
My all time IPL team:
— Wasim Jaffer (@WasimJaffer14) March 29, 2020
1- @henrygayle
2- @ImRo45
3- @ImRaina
4- @imVkohli
5- @msdhoni C/WK
6- @Russell12A
7- @hardikpandya7
8- @rashidkhan_19
9- @ashwinravi99
10- @Jaspritbumrah93
11- Malinga
12th- @imjadeja
Share yours, I'll retweet the teams I like#ipl @BCCI @IPL
এমএমআর/এমকেএইচ