মেয়র নাছির ও আকরাম খানের চট্টগ্রামে বিসিবির ত্রাণ বিতরণ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:১০ পিএম, ১০ মে ২০২০

আগেই জানা করোনায় ক্ষতিগ্রস্ত, বাংলাদেশ ক্রিটে বোর্ড অর্থকষ্টে ভোগা ক্রিকেটারসহ ক্রিকেট সংশ্লিষ্ট এবং কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে।

বিসিবি নিজ খরচে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগ ও জেলাসহ প্রত্যন্ত অঞ্চলে ৩০ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের সিদ্ধান্ত নিয়েছে আগেই। এখন তা পুরোদমে বিতরণের কাজ চলছে।

এইতো গত সপ্তাহে মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্য-সামগ্রির প্যাকেট বিতরণ করেছেন বোর্ড পরিচালক ও মানিকগঞ্জ-১ আসনের সাংসদ নাঈমুর রহমান দুর্জয়। একইভাবে সিলেট শহরে বিসিবির ত্রাণ সামগ্রি বিতরণ করেছেন অপর বোর্ড পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।

এদিকে আজ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে। বিসিবির দুই পরিচালক চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন ও আকরাম খান রোববার দুঃস্থ খেলোায়াড় ও অসহায় সাধারণ মানুষের মাঝে এই খাদ্য সামগ্রি বিতরণ করেন।

প্রসঙ্গতঃ সারা দেশে ৩০ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ ছাড়াও বিসিবির পক্ষ থেকে ঢাকার প্রিমিয়ার, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের ৭৬ ক্লাবের বয় ও স্টাফদের জন্য বিশেষ সাহায্য প্রদান করা হয়েছে। প্রতিটি ক্লাবের বয়, স্টাফদের জন্য ৩০টি করে প্যাকেট বরাদ্দ করা হয়।

এআরবি/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।