বড় লক্ষণ ছাড়াই করোনা পজিটিভ মোশাররফ রুবেল

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৫৭ পিএম, ০৯ আগস্ট ২০২০

মাশরাফি বিন মর্তুজা, নাফিস ইকবাল আর নাজমুল অপুর পর এবার করোনায় আক্রান্ত হলেন আরেক জাতীয় ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। গতকালই (শনিবার) করোনা পজিটিভ হয়েছেন এ বাঁহাতি স্পিনার।

করোনার লক্ষণের মধ্যে আছে জ্বর, গলা ব্যথা, কাশি, শরীর ব্যথা, পেটে ব্যথাসহ নানা ধরনের পেটের পীড়া। সঙ্গে খাবারের অরুচি অন্যতম লক্ষণ। কিন্তু ক্রিকেটার মোশাররফ রুবেলের তার প্রায় কিছুই ছিল না।

জ্বর, সর্দি, গলাব্যথা-কিছুই না। তবে গত চার পাঁচ দিন ধরেই খাবারে কিছুটা অরুচি চলে আসছিল। আর খাবারের ঘ্রাণটাও নাকে যাচ্ছিল না সেভাবে। কিছুটা সন্দেহ নিয়েই শনিবার করোনা টেস্ট করাতে দেয়া।

বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালে এই টেস্ট করান মোশাররফ রুবেল। শনিবারই টেস্টের রেজাল্ট মিলেছে, এসেছে করোনা পজিটিভ। আজ (রোববার) সন্ধ্যার আগে জাগো নিউজের সাথে মুঠোফোন আলাপে এ খবর জানিয়ে মোশাররফ রুবেল বলেন, ‘একদমই কোনো সমস্যা অনুভব করছি না এখনো। অন্য কোন উপসর্গও ছিল না। শুধু কদিন ধরে খাবারের টেস্ট পাচ্ছি না। যাই খাচ্ছিলাম, কেমন যেন স্বাদ লাগছিল না। আর শুধু স্বাদই নয়, খাবারের আর গন্ধও পাচ্ছিলাম না।’

বাঁহাতি এই স্পিনার যোগ করেন, ‘ভাবলাম করোনা টেস্ট করিয়ে দেখি। পিজিতে (বঙ্গবুন্ধ শেখ মুজিব হাসপাতাল) টেস্ট দিলাম গতকাল। ঐদিনই রেজাল্ট পেলাম-পজিটিভ।’

মোশাররফ রুবেলের কথা, ‘আমার জ্বর, কাশি, শরীরব্যথা ও অন্য কিছুই নেই। আল্লাহর রহমতে ছোটখাটো লক্ষণ। তবুও আইসোলেশনে আছি বাসায়। ইতিমধ্যেই ঔষধ গ্রহণও শুরু হয়েছে। আশা করছি আল্লাহর রহমত ও সবার দোয়ায় সুস্থ হয়ে উঠব।’

এআরবি/এমএমআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।