টস জিতে কলকাতাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে দিল্লি
আবুধাবিতে আইপিএলের লড়াইয়ে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস আর কলকাতা নাইট রাইডার্স। ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছেন দিল্লি অধিনায়ক শ্রেয়াস আয়ার। অর্থাৎ প্রথমে ব্যাটিং করবে কলকাতা।
দুই দলের মধ্যে সুবিধাজনক অবস্থানে আছে দিল্লি। ১০ ম্যাচে ৭ জয় নিয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে আছে দিল্লি। সমান ম্যাচে ৫ জয় নিয়ে চার নম্বরে কলকাতা।
কলকাতা একাদশ : শুভমান গিল, রাহুল ত্রিপাথি, নিতীশ রানা, ইয়ন মরগ্যান (অধিনায়ক), দিনেশ কার্তিক, সুনিল নারিন, প্যাট কামিন্স, লুকি ফার্গুসন, কেএল নগরকতি, প্রসিধ কৃষ্ণা, বরুণ অরুণ।
দিল্লি একাদশ : আজিঙ্কা রাহানে, শিখর ধাওয়ান, শ্রেয়াস আয়ার (অধিনায়ক), রিশাভ পান্ত, মার্কাস স্টয়নিস, সিমরন হেটমায়ার, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাদা, তুষার দেশপান্ডে, অ্যানরিচ নর্টজে।
এমএমআর/এমকেএইচ