মুম্বাইয়ের নতুন হেড কোচ রমেশ পাওয়ার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫১ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২১

টুর্নামেন্ট শুরুর সপ্তাহদেড়েক আগে নতুন হেড কোচ পেলো মুম্বাই। আসন্ন বিজয় হাজারে ওয়ানডে টুর্নামেন্টের জন্য নিজেদের স্কোয়াড ঘোষণার আগে হেড কোচ হিসেবে সাবেক স্পিনিং অলরাউন্ডার রমেশ পাওয়ারকে দায়িত্ব দিল মুম্বাই।

মুম্বাইয়ের সাবেক ব্যাটসম্যান অমিত পাগনিসের জায়গায় দলের দায়িত্ব পেলেন সাবেক অলরাউন্ডার পাওয়ার। সবশেষ সৈয়দ মুশতাক আলি ট্রফিতে বাজে পারফরম্যান্সের দায় মাথায় নিয়ে পদত্যাগ করেছেন অমিত। যেখানে তার দল পাঁচ ম্যাচের মধ্যে হেরেছিল চারটিতে।

ফলে এখন রমেশ পাওয়ারের সামনে চ্যালেঞ্জ রঞ্জি ট্রফি জয়ী দলটিকে বিজয় হাজারে ট্রফিতে ইতিবাচক ফল এনে দেয়া। তাকে কোচ হিসেবে নিয়োগ দেয়ার খবর নিশ্চিত করেছেন মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) সেক্রেটারি সনজয় নায়েক।

চলতি মৌসুমের শেষ পর্যন্ত মুম্বাইয়ের কোচ থাকবেন পাওয়ার, এমনটা জানিয়ে তিনি জনপ্রিয় ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকইনফোকে বলেন, ‘ক্রিকেট ইম্প্রুভমেন্ট কমিটি (সিআইসি) হেড কোচ হিসেবে রমেশ পাওয়ারের নাম দিয়েছে। পরে এমসিএ তাকে চলতি মৌসুমের জন্য দায়িত্ব দিয়েছে।’

খেলোয়াড়ি জীবনে মুম্বাইয়ের হয়ে ৬টি রঞ্জি ট্রফি জিতেছেন রমেশ পাওয়ার। এখন কোচ হিসেবে নতুন চ্যালেঞ্জ নিতে মুখিয়ে রয়েছেন তিনি। ২০১৫ সালে ৪২ বছরে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন পাওয়ার। এরপর সবশেষ স্পিন বোলিং হিসেবে কাজ করেছেন ব্যাঙ্গালুরুতে অবস্থিত ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে।

এসএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।