আবার সেঞ্চুরি হাঁকালেন সৌম্য

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১৮ পিএম, ২৬ ডিসেম্বর ২০২১

ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে দারুণ ফর্মে রয়েছেন বাঁহাতি তারকা সৌম্য সরকার। ন্যাশনাল ক্রিকেট লিগ থেকে শুরু করে চলতি বাংলাদেশ ক্রিকেট লিগেও রানের ফোয়ারা ছুটছে সৌম্যর ব্যাটে। বিশেষ করে বিসিএলে তিন ম্যাচে দ্বিতীয় সেঞ্চুরি হাঁকিয়েছেন এ ড্যাশিং ব্যাটার।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিবি সাউথ জোনের মুখোমুখি হয়েছে ওয়ালটন সেন্ট্রাল জোন। যেখানে সৌম্যর সেঞ্চুরির সঙ্গে সালমান হোসেন ইমন ও শুভাগত হোমের ফিফটিতে প্রথম দিন শেষে ৪ উইকেটে ২৯৩ রান করে ফেলেছে সেন্ট্রাল জোন।

সাগরিকায় টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল সাউথ জোন। তাদের শুরুটাও ছিল দুর্দান্ত। স্কোরবোর্ডে মাত্র ২৮ রান যোগ হতেই ফর্মে থাকা দুই ওপেনার মিজানুর রহমান (৭) ও মোহাম্মদ মিঠুনকে (১২) সাজঘরে পাঠিয়ে দেন সাউথ জোনের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

jagonews24

এরপর তৃতীয় উইকেট জুটিতে প্রতিরোধ গড়েন সৌম্য সরকার ও সালমান হোসেন। এ দুজনের জুটিতে আসে ১৪৪ রান। ইনিংসের ৬২তম ওভারে সালমানকে বোল্ড করে জুটি ভাঙেন লেগস্পিনার রিশাদ হোসেন। সাজঘরে ফেরার আগে সালমান খেলেন ৭০ রানের ইনিংস।

ততক্ষণে ফিফটি তুলে সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে যান সৌম্যও। তবে হতাশ করেন তাইবুর পারভেজ। দলীয় ১৭৭ রানের মাথায় রিশাদের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে মাত্র ২ রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর আর কোনো বিপদ ঘটতে দেননি সৌম্য ও শুভাগত।

ইনিংসের ৭৪তম ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে ব্যক্তিগত সেঞ্চুরিতে পৌঁছান সৌম্য। তিন অঙ্কে পৌঁছতে তিনি খেলেন ২০৫ বল। যেখানে ছিল ৮ চার ও ৩টি ছয়ের মার। প্রথম শ্রেণির ক্যারিয়ারে পঞ্চম ও চলতি বিসিএলে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। সবমিলিয়ে টানা পাঁচ ম্যাচে পঞ্চাশোর্ধ্ব রানের দেখা পেলেন তিনি।

দিনের খেলা শেষ হওয়ার আগে ব্যক্তিগত ফিফটি তুলে নেন সেন্ট্রালের অধিনায়ক শুভাগত হোমও। দিন শেষে ৮৮ বলে ৬২ রানে অপরাজিত শুভাগত। আর সৌম্যর ব্যাট থেকে এসেছে ২৪৭ বলে ১২৮ রানের ইনিংস। সোমবার সকালে ১১৬ রানের অবিচ্ছিন্ন জুটি নিয়ে খেলতে নামবেন এ দুজন।

এসএএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।