আমি বিবাহিত, আমাকে আর ব্যাড বয় বলবেন না: সাব্বির

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ২০ জানুয়ারি ২০২২

ভারতে শ্রীশান্ত, অস্ট্রেলিয়ায় অ্যান্ড্রু সাইমন্ডস-শেন ওয়ার্ন, ইংল্যান্ডে অ্যান্ড্রু ফ্লিনটফ; এমন প্রায় সব দেশেই এক-দুজন করে ক্রিকেটার রয়েছেন যাদেরকে মাঠের ভেতরে-বাইরে কর্মকাণ্ডের জন্য ব্যাড বয় হিসেবে আখ্যায়িত করা হয়। বাংলাদেশ দলে এই তকমাটা একসময় ছিল সাব্বির রহমানের।

মাঠে যেমন আগ্রাসী ছিল তার ব্যাট, মাঠের বাইরেও উদ্দাম চলাফেরা ও নানান আলোচিত-সমালোচিত ঘটনার জন্ম দিয়ে ব্যাড বয় তকমাটা শক্তপোক্তভাবেই নিজের গায়ে সেঁটেছিলেন সাব্বির। তবে সেগুলো এখন অতীত, আগের মতো আর ব্যাড বয় নেই তিনি- এমনটাই জানালেন জাতীয় দলের এ একসময়কার তারকা ক্রিকেটার।

বিপিএল শুরুর আগে টি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের বর্তমান অবস্থার পাশাপাশি ব্যাড বয় তকমাটি সম্পর্কেও কথা বলেছেন সাব্বির। এ বিষয়ে তিনি বলেন, ‘ব্যাড বয় বলে কোনো কথা আসলে নাই। এখন আস্তে আস্তে বয়স হচ্ছে, এই কথাটা আমার সঙ্গে আসলেই আর যায় না।’

সাব্বির আরও যোগ করেন, ‘আমি এখন একজন বিবাহিত মানুষ। আমার পরিবার আছে, পরিবারের সদস্যরা আছেন। আশা করি এটি (ব্যাড বয়) যেনো আর কখনও বলা না হয়, আমাকে যেনো ভালো কিছু বলা হয় আর কি।’

শুক্রবার থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলবেন সাব্বির। বিপিএলের এই আসরকে সামনে রেখে ব্যক্তিগত উদ্যোগেও অনেক অনুশীলন করেছেন তিনি। সেগুলো কাজে লাগিয়ে ভালো করার লক্ষ্য সাব্বিরের।

তার ভাষ্য, ‘সবসময় চেষ্টা করি শতভাগ দেওয়ার জন্য। এমনকি টেনিস বলে খেললেও নিজের পুরোটা দেওয়ার চেষ্টা থাকে। সে কারণেই হয়তো সবাই আমাকে ভালোবাসে, সমর্থন করে। তাদেরকে ধন্যবাদ। আশা করি যেসব বিষয় নিয়ে কাজ করেছি, সেগুলো বিপিএলে প্রয়োগ করে আবার জাতীয় দলে ফিরতে পারবো।’

ব্যক্তিগত লক্ষ্য একটি থাকলেও, সেটি এখনই বলতে চান না সাব্বির। তবে ম্যাচ বাই ম্যাচ ভালো খেলে সেমিফাইনাল- ফাইনাল পর্যন্ত যাওয়ার কথা বলেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের এ মারকুটে ব্যাটার।

সাব্বির বলেছেন, ‘লক্ষ্য একটা আছে। তবে এই মুহূর্তে বলতে চাচ্ছি না। বলে দিলে হয়তো লক্ষ্যপূরণ করতে পারবো না- এমন একটা কুসংস্কার আমার আছে। তবে ম্যাচ বাই ম্যাচ এগুতে পারলে, দশটা ম্যাচ আছে, এরপর সেমিফাইনাল-ফাইনাল ভালোভাবে শেষ করতে পারলে আমার জন্য ভালো একটা অর্জন হবে।’

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।