আশরাফুল ব্যর্থ হলেও টিকে গেলো দল

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৩ পিএম, ২১ এপ্রিল ২০২২

ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দিলেন মোহাম্মদ আশরাফুল। করলেন মাত্র ৮ রান। কিন্তু তার দল ব্রাদার্স ইউনিয়ন ঠিকই বড় জয় তুলে নিয়েছে। কার্টেল ওভারের ম্যাচে তারা ৮ উইকেটে হারিয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে।

ফলে খেলাঘর অবনমন অঞ্চলে চলে গেছে। আশরাফুলরা বেঁচে গেছেন। আরেক দল সিটি ক্লাবও পরের মৌসুমে খেলতে পারবে।

ফতুল্লায় রেলিগেশন পর্বের ম্যাচটি বৃষ্টির কারণে ৩৭ ওভারে নেমে এসেছিল। প্রথমে ব্যাট করে ১৫২ রানে গুটিয়ে যায় খেলাঘর। দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেন শচিন বেবি।

ব্রাদার্স ইউনিয়নের আবু হায়দার এবং রায়হান উদ্দিন নেন দুটি করে উইকেট।

জবাবে ১৩ বল হাতে রেখে জয় তুলে নেয় ব্রাদার্স। ওপেনার সাদিকুর রহমান ৩৭ করে ফেরার পর আশরাফুল মাত্র ৮ রান করে বোল্ড হন ইলিয়াস সানির বলে। তবে আরেক ওপেনার ইমতিয়াজ হোসেন ১০৭ বলে ১০ বাউন্ডারি আর ২ ছক্কায় ৮৭ রানের হার না মানা ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।