বোলিংয়ের মুকুট রাকিবুলের মাথায়, সমান দাপট পেসারদের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:৪২ পিএম, ২৮ এপ্রিল ২০২২

দলগতভাবে এবারের ঢাকা প্রিমিয়ার লিগে তৃতীয় হয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। কিন্তু ব্যক্তিগত নৈপুণ্যে ব্যাটিং-বোলিং পরিসংখ্যানে সবার ওপরে প্রাইম ব্যাংকের দুই ক্রিকেটার ডানহাতি ওপেনার এনামুল হক বিজয় ও তরুণ বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান।

ব্যাটিংয়ে লিস্ট 'এ' ক্রিকেটে এক টুর্নামেন্টে সর্বোচ্চ ১১৩৮ রানের বিশ্বরেকর্ড গড়েছেন এনামুল হক বিজয়। অন্যদিকে বল হাতে এবারের প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ২৯ উইকেট শিকার করেছেন রাকিবুল। তবে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় দাপট রয়েছে পেসারদেরও।

সচরাচর বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে যেকোনো টুর্নামেন্টেই উইকেটের তালিকায় ওপরের দিকে স্পিনারের সংখ্যাই দেখা যায় বেশি। কিন্তু এবার পুরো উল্টো চিত্র। শীর্ষ দুজন স্পিনার হলেও, সেরা দশে পেসারও আছেন সমান পাঁচজন। স্পিনার বাকি পাঁচ জন।

আসরের সবকয়টি ম্যাচ খেলে ২৯ উইকেট শিকার করেছেন রাকিবুল। ম্যাচে ৪ উইকেট নিয়েছেন তিনবার, ওভারপ্রতি খরচ করেছেন মাত্র ৪.২৬ রান। শেখ জামালের ভারতীয় রিক্রুট পারভেজ রাসুল ২৮ উইকেট নিয়ে আছেন দুই নম্বরে, তিনে লেজেন্ডস অব রূপগঞ্জের ভারতীয় রিক্রুট চিরাগ জানি।

এবারের প্রিমিয়ার লিগে সর্বোচ্চ উইকেটশিকারি

১/ রাকিবুল হাসান (প্রাইম ব্যাংক) - ১৫ ম্যাচে ২৯ উইকেট, সেরা বোলিং ৪/৪০
২/ পারভেজ রাসুল (শেখ জামাল) - ১৫ ম্যাচে ২৮ উইকেট, সেরা বোলিং ৫/২৯
৩/ চিরাগ জানি (লেজেন্ডস অব রূপগঞ্জ) - ১৫ ম্যাচে ২৭ উইকেট, সেরা বোলিং ৫/১৫
৪/ মোহাম্মদ সাইফউদ্দিন (আবাহনী) - ১৪ ম্যাচে ২২ উইকেট, সেরা বোলিং ৪/৩৮
তানভির ইসলাম (আবাহনী) - ১৫ ম্যাচে ২২ উইকেট, সেরা বোলিং ৩/৩৫
৫/ নাসুম আহমেদ (রূপগঞ্জ টাইগার্স) - ১২ ম্যাচে ২১ উইকেট, সেরা বোলিং ৪/২২
৬/ মাসুম খান (খেলাঘর) - ১২ ম্যাচে ২০ উইকেট, সেরা বোলিং ৪/৪১
মাশরাফি বিন মর্তুজা (লেজেন্ডস অব রূপগঞ্জ) - ১৫ ম্যাচে ২০ উইকেট, সেরা বোলিং ৪/৩৮
৭/ সানজামুল ইসলাম (শেখ জামাল) - ১৪ ম্যাচে ১৯ উইকেট, সেরা বোলিং ৫/৪৭
তানজিম হাসান সাকিব (আবাহনী) - ১১ ম্যাচে ১৯ উইকেট, সেরা বোলিং ৫/৫৫
মুকিদুল ইসলাম মুগ্ধ (রূপগঞ্জ টাইগার্স) - ১৩ ম্যাচে ১৯ উইকেট, সেরা বোলিং ৩/২৮

এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।