বল হাতে আগুন ঝরালেন সৌম্য

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩০ পিএম, ১৫ নভেম্বর ২০২২

সৌম্য সরকার বোলিংটাও ভালো পারেন, এর আগে অনেকবারই সেটার প্রমাণ দিয়েছেন। ঘরোয়া ক্রিকেটে আরও একবার দেখা গেলো বোলার সৌম্যের ভয়ংকর রূপ। জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) আজ একদিনেই ৬ উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার।

রাজশাহীর বিপক্ষে খুলনার হয়ে বোলিং করতে নেমে সৌম্য এক ইনিংসে মাত্র ৫ রান দিয়ে নেন ৪ উইকেট। পরের ইনিংসেও এখন পর্যন্ত ২ উইকেট শিকার করেছেন ৪৯ রান দিয়ে।

শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম ইনিংসে ইমরুল কায়েসের সেঞ্চুরিতে (১৮৯ বলে ১০ বাউন্ডারিতে ১০০) ভর করে ২৬৬ রানে অলআউট হয় খুলনা। নাহিদুল ইসলাম ৪৫ আর সৌম্য করেন ৩৬ রান।

জবাবে আগের দিনই ৩ রান তুলতে ২ উইকেট হারিয়ে বসেছিল রাজশাহী। আজ সৌম্য সরকারের তোপে পড়ে তারা অলআউট হয়েছে মাত্র ৫৪ রানে। সৌম্য ছাড়াও ৩ উইকেট নেন জিয়াউর রহমান, ২ উইকেট আল আমিনের।

বড় ব্যবধানে এগিয়ে থেকে রাজশাহীকে ফলোঅন করায় খুলনা। তবে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে তানজিদ হাসান তামিমের ব্যাটে লড়ছে রাজশাহী। তানজিদ তামিম ১২৭ বলে ৮ চার আর ৩ ছক্কায় ১০৮ রানে অপরাজিত আছেন।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।