সৌম্যর আউট নিয়ে নাটক

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৬ পিএম, ০৭ জানুয়ারি ২০২৩

বিপিএলে অব্যবস্থাপনা-অনিয়ম নিয়ে তো অনেক কথা হলো। এবার শুরু হলো বরাবরের মতো আম্পায়ারিং বিতর্ক। ভুলভাল আম্পায়ারিংয়ে বিপিএল নিয়ে শুরু হলো নতুন করে আলোচনা।

ঢাকা ডমিনেটর্স আর খুলনা টাইগার্সের ম্যাচ চলছে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১১৩ রান তুলেছে খুলনা।

রান তাড়ায় নামা ঢাকা ডমিনেটর্স ইনিংসের ষষ্ঠ ওভারে ঘটে বিতর্কিত এক ঘটনা। নাসুম আহমেদের করা ওভারের তৃতীয় বলে ঢাকার ব্যাটার সৌম্য সরকারকে এলবিডব্লিউ আউট দেন আম্পায়ার মোর্শেদ আলি খান।

সৌম্যর গ্লাভসে লেগেছিল সেই বল, ফলে সঙ্গে সঙ্গেই রিভিউ নেন সৌম্য। রিভিউতেও সৌম্যকে আউট দিলে সৃষ্টি হয় বিতর্ক। সৌম্য বিরক্তি প্রকাশ করেন মাঠেই। এর কিছুক্ষণ পর তাকে নটআউট ঘোষণা করেন আম্পায়ার।

স্বাভাবিকভাবেই খুলনার অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল সেটা নিয়ে আপত্তি জাননান। অনেকটা সময় আম্পায়ারের সঙ্গে কথা বলতে দেখা যায় তামিমকে। শেষ পর্যন্ত নটআউটের সিদ্ধান্তই বহাল থাকে।

যদিও সৌম্য এরপর বেশিদূর এগোতে পারেননি। ওয়াহাব রিয়াজের ফ্রি-হিটে ছক্কা হাঁকানোর পরের বলেই দৃষ্টিকটুভঙ্গিতে ব্যাটে বল লাগিয়ে উইকেটরক্ষককে ক্যাচ প্র্যাকটিস করান এই বাঁহাতি। ১৩ বলে ১৬ করে ফেরেন সাজঘরে।

এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।