রমিজকে কটাক্ষ আকরামের, ৬ দিনের জন্য এলো আবার চলে গেলো

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:০৪ পিএম, ২৯ জানুয়ারি ২০২৩

রমিজ রাজা এবং ওয়াসিম আকরামের মধ্যে যে সম্পর্ক ভালো নেই সেটা বোঝা গেলো আরও একবার। পিসিবি প্রধানের পদ থেকে সরিয়ে দেয়ার পর যখন বর্তমান বোর্ড নিয়ে নানা সময় কটু কথা বলছেন রমিজ রাজা, তখন তার জবাব দিলেন সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। শুধু জবাব দেয়াই নয়, খুব বাজে ভাষায় কটাক্ষ করতেও ছাড়লেন না তিনি তাকে।

মূলত প্রসঙ্গটা এসেছে এশিয়া কাপ আয়োজনকে ঘিরে। চলতি বছর এশিয়া কাপ আয়োজন নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) একহাত নিয়েছিলেন রামিজ রাজা। এমনকি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ না করা সম্পর্কেও হুমকি দিয়েছিলেন তিনি।

রমিজকে সরিয়ে নাজম শেঠিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান করার পর পরিস্থিতি বদলেছে। এখন এশিয়া কাপ নিয়ে অনেক সহনশীল অবস্থান নিয়েছে পাকিস্তান। সে প্রসঙ্গে কথা বলতে গিয়ে সাবেক বোর্ড প্রধান রমিজের উদ্দেশে তোপ দাগলেন ওয়াসিম আক্রম। ঘুরিয়ে ফিরিয়ে তিনি বুঝিয়ে দিলেন, বোর্ড প্রধান হওয়ার যোগ্যতাই ছিল না রামিজ রাজার।

এ বছর পাকিস্তানে হওয়ার কথা এশিয়া কাপ। কিন্তু ভারত পাকিস্তানে খেলতে যেতে চায় না। এ কারণে কোনও নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ আয়োজনের জন্য চাপ দেয় ভারত। কিন্তু এ নিয়ে পিসিবির চেয়ারম্যান থাকাকালীন রমিজ রাজা বলেছিলেন, ‘এশিয়া কাপ খেলতে ভারত যদি পাকিস্তানে না আসে, তাহলে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান।’ নাজম শেঠি অবশ্য বলেছেন, আগামী ৪ ফেব্রুয়ারি এ ব্যাপারে ভারতের সঙ্গে বৈঠক হবে।

সে সূত্র ধরেই ওয়াসিম আকরাম বলেন, ‘নাজম খুব ভদ্রভাবে উত্তর দিয়েছে। দু’দেশের সরকারের উপরেই সব নির্ভর করছে। ভাল করে কথা বলতে হবে। এটা গলির ক্রিকেট নয় যে, তুমি এখানে না এলে আমিও তোমার দেশে যাব না। জানি না পাকিস্তানের ক্রিকেট চালাতে এ রকম বাচ্চা ছেলেরা কোথা থেকে চলে আসে।’

এখানেই না থেমে ওয়াসিম আকরাম আরও বলেন, ‘ছয় দিনের জন্য বোর্ড প্রধান হয়েছিল। এখন আবার নিজের জায়গায় ফিরে গেছে। পিসিবির চেয়ারম্যান ক্রিকেটারদেরই হতে হবে এই ধারণা খুব খারাপ। এটা প্রশাসনিক কাজ। ভাল কথা বলতে পারে এমন লোককেই দায়িত্বে আনা দরকার। নাজম শেঠি এ কাজের জন্য উপযুক্ত। তাতে কারও যদি রাগ হয় আমার কিছু করার নেই।’

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।