জিয়ার ঝড়ে টেনেটুনে ১১৮ রানের পুঁজি চট্টগ্রামের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:২৮ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৩
ফাইল ছবি

২৮ রানে ছিল না ৫ উইকেট। টপঅর্ডারের চার ব্যাটারই পারলেন না দশের ঘর ছুঁতে। সেখান থেকে উসমান খানের ২৯ বলে ৩০ রানের ধরে খেলা ইনিংসে প্রাথমিক বিপর্যয় সামাল দেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

দলীয় ৭২ রানের মাথায় উসমান যখন ফেরেন, তখন ৭ উইকেট নেই চট্টগ্রামের। তারপর একা হাতে হাল ধরেছেন জিয়াউর রহমান। লোয়ার অর্ডারের এই মারকুটে অলরাউন্ডার ২০ বলে ৩ চার আর ২ ছক্কায় খেলেন অপরাজিত ৩৪ রানের ইনিংস।

সবমিলিয়ে ৮ উইকেট হারিয়ে টেনেটুনে ১১৮ রান পর্যন্ত গেছে চট্টগ্রাম। অর্থাৎ জিততে হলে নাসির হোসেনের ঢাকা ডমিনেটর্সকে করতে হবে ১১৯ রান।

মিরপুর শেরে বাংলায় টস জিতে ব্যাটিং বেছে নেওয়াই যেন কাল হয় চট্টগ্রামের। ইরফান শুক্কুর (৭), মেহেদি মারুফ (৮), উম্মুক্ত চাঁদ (০), আফিফ হোসেন (১), শুভাগতহোম (১)-একে একে সাজঘরের পথ ধরেন স্বীকৃত ব্যাটাররা। ভাগ্যিস, উসমান আর জিয়াউর রহমান কোনোমতে বড় লজ্জা এড়িয়েছেন।

ঢাকার বোলারদের মধ্যে সবচেয়ে সফল আরাফাত সানি। বাঁহাতি এই স্পিনার ৪ ওভারে ২২ রান দিয়ে নেন ৪টি উইকেট।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।