জিয়া-তৌফিকের ব্যাটে বিপদ কাটিয়ে সম্মানজনক পুঁজি চট্টগ্রামের

আরেকবার দলকে বিপদ থেকে বাঁচালেন জিয়াউর রহমান। গত ম্যাচে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে ২৮ রানে ছিল না ৫ উইকেট। সেখান থেকে ২০ বলে অপরাজিত ৩৪ রানের ইনিংসে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ১১৮ পর্যন্ত নিয়ে যান জিয়া।
এবার শুভাগতহোমের অনুপস্থিতিতে তিনিই অধিনায়ক। আরও একবার ব্যাটিংয়ে নেমে বিপদে চট্টগ্রাম। ৫৯ রানে নেই ৫ উইকেট। সেখান থেকে তৌফিক খান আর জিয়া মিলে দলকে টেনে তুলেছেন।
তৌফিক ২৬ বলে করেন ২৮ রান। জিয়াউর ২৫ বলে ২ বাউন্ডারি আর ৩ ছক্কায় খেলেন ৩৩ রানের ইনিংস।
শেষদিকে মৃত্যুঞ্জয় চৌধুরী (২০ বলে অপরাজিত ১৭) আর বিজয়কান্ত বিশ্বকান্তের (১০ বলে ১১) ব্যাটে চড়ে কোনোমতে ৭ উইকেটে ১৩২ রান পর্যন্ত গেছে চট্টগ্রাম। অর্থাৎ জিততে হলে রংপুর রাইডার্সকে করতে হবে ১৩৩।
টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই রংপুরের বোলারদের তোপের মুখে পড়ে চট্টগ্রাম। সুবিধা করতে পারেননি উসমান খান (২), ম্যাক্স ও'দাউদ (৯ বলে ১১), মেহেদি মারুফরা (৭ বলে ৪)। আফিফ হোসেন শুরুটা ভালো করলেও ৮ বলে ৩ বাউন্ডারিতে ১৫ করেই থেমে যান।
রংপুরের রাকিবুল হাসান আর হারিস রউফ নিয়েছেন দুটি করে উইকেট।
এমএমআর/জিকেএস