বরিশালের হয়ে খেলতে এলেন প্রোটিয়া অলরাউন্ডার

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৩

বিপিএল প্রায় শেষ পর্যায়ে। এদিকে পাকিস্তান সুপার লিগও শুরু হচ্ছে। পাকিস্তানের ক্রিকেটাররা তাই আজকালের মধ্যেই চলে যাবেন। ফরচুন বরিশালের দুই পাকিস্তানি ইফতিখার আহমেদ আর মোহাম্মদ ওয়াসিম এরই মধ্যে দেশের বিমান ধরেছেন।

বরিশাল প্লে-অফে নাম লিখিয়েছে। সেরা দুইয়ে থাকতে না পারায় তাদের দুটি ম্যাচ জিতে ফাইনাল খেলতে হবে। তাই প্লে-অফের আগে পাকিস্তানের খেলোয়াড়দের হারানোর ক্ষতি পুষিয়ে নিতে চেষ্টা করছে দলটি।

এরই মধ্যে তারা উড়িয়ে এনেছে দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াসকে। আজ সকালে ঢাকায় পা রাখেন তিনি।

৩৪ বছর বয়সী এই অলরাউন্ডার দক্ষিণ আফ্রিকার হয়ে ৩ টেস্ট, ২৭ ওয়ানডে, ৩০ টি-টোয়েন্টি খেলেছেন। আইপিএলেও ৬টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার।

এআরবি/এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।