আশরাফুলও এবার দল বদল করে মোহামেডানে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১২:২৮ পিএম, ০৪ মার্চ ২০২৩

ঢাকা প্রিমিয়ার লিগকে সামনে রেখে দলবদল সম্পন্ন করেছে দেশের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। এবার তারা দলে ভিড়িয়েছে সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানকে। গতবার লিজেন্ডস অব রুপগঞ্জে খেলা সাকিব সশরীরে এসে মোহামেডানের চুক্তি সই করেছেন আজ (শনিবার)।

সাকিব ছাড়াও আরও দশজন ক্রিকেটার অন্য দল ছেড়ে মোহামেডানে যোগ দিয়েছেন এবার। এর মধ্যে আছেন এক সময়ের বড় তারকা মোহাম্মদ আশরাফুলও। আশরাফুল ব্রাদার্স ইউনিয়ন ছেড়ে এবার মোহামেডানের চুক্তি সই করেছেন। তিনিও সশরীরে মোহামেডান স্পোর্টিং ক্লাবে আজ চুক্তি সই করেন।

এছাড়া ইমরুল কায়েস ও মেহেদি হাসান মিরাজ শেখ জামাল, খালেদ আহমেদ গাজী গ্রুপ, কামরুল ইসলাম রাব্বি আবাহনী, আরিফুল হক ও এনামুল হক জুনিয়র রুপগঞ্জ টাইগার্স, মহিদুল অঙ্কন শাইনপুকুর, রুয়েল মিয়া লিজেন্ডস অব রুপগঞ্জ এবং নাজমুল হোসেন মিলন সিটি ক্লাব থেকে মোহামেডানে যোগ দিয়েছেন।

সৌম্য সরকার, রনি তালুকদার, আবদুল মজিদ, মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল ইসলাম, শুভাগত হোম, মুশফিক (পেসার), আবু জায়েদ রাহি, নাজমুল ইসলাম অপু আগে থেকেই মোহামেডানে ছিলেন।

এআরবি/এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।