মাশরাফি ছাড়াও সাব্বিরের সেঞ্চুরিতে জয় রুপগঞ্জের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১১:৩৯ পিএম, ১৮ মার্চ ২০২৩

অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে ছাড়া দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেও সহজ জয়ের স্বাদ পেয়েছে লিজেন্ডস অব রুপগঞ্জ। সিটি ক্লাবের বিপক্ষে সাব্বির রহমান রুম্মনের অসাধার সেঞ্চুরি ও উইকেটরক্ষক ব্যাটার ইরফান শুকুরের অনবদ্য ৭৪ রানের ইনিংসের ওপর ভর করে ৭ উইকেটের দারুণ জয় পেয়েছে গত আসরের রানার্সআপরা।

সিটি ক্লাবের ২৪৮ রানের পিছু তাড়া করে ৫২ বল আগেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় লিজেন্ডস অব রুপগঞ্জ। ওপেনার মুনিম শাহরিয়ার মাত্র ৫ রানে আউট হলেও অপর ওপেনার পারভেজ ইমন (৩৯) সাব্বির রহমান রুম্মন দ্বিতীয় উইকেটে দলকে অনেক দুর এগিয়ে দেন।

ইমন ফিরে যাওয়ার পরও অভিজ্ঞ সাব্বির একদিক আগলে রাখার পাশাপাশি হাত খুলে খেলতে থাকেন। শেষ পর্যন্ত ১০৭ বলে ১১০ রানের হার না মানা ইনিংস উপহার দিয়ে দল জিতিয়ে বিজয়ীর বেশে সজঘরে ফেরেন জাতীয় দলের এক সময়ের নির্ভরযোগ্য মিডল অর্ডার সাব্বির। সাথে ইরফান শুক্কুরের ব্যাট থেকে আসে ঝড়ো গতির ৭৪।

সিটি ক্লাব: ২৪৮/১০, ৫০ ওভার (জয়রাজ ১৭, তৌফিক ২৭, আব্দুল্লাহ আল মামুন ৫১, সাইফুল ২৪, আসিফ রাতুল ৩১, রাফসান মাহমুদ ২৩, রবিউল হক ২৭; নাইম ইসলাম জুনিয়র ৩/৩৩, আল আমিন হোসেন ২/ ৫৯, সোহাগ গাজী ১/৪৭, জাওয়াদ ১/২৯)।

লিজেন্ডস অব রুপগঞ্জ: ২৫২/৩, ৪১.২ ওভার (মুনিম শাহরিয়ার ৫, পারভেজ ইমন ৩৯, সাব্বির রহমান রুম্মন ১১০*, ১৮ বাউন্ডারি), ইরফান শুকুর ৭৪, চিরাগ জানি ১৫*, আসিফ ১/৪৫)।

ফল: লিজেন্ডস অব রুপগঞ্জ ৭ উইকেটে জয়ী।

এআরবি/আইএইচএস/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।