টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে কোথায়

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:১৫ পিএম, ০৫ জানুয়ারি ২০২৪

১ জুন থেকে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আসরকে সামনে রেখে আজ (শুক্রবার) চূড়ান্ত সূচি প্রকাশ করেছে আইসিসি।

যুক্তরাষ্ট্রের তিনটি এবং ওয়েস্ট ইন্ডিজের ছয়টি ভেন্যুতে হবে এই বিশ্বকাপের নবম আসরটি। ১ জুন টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের মোকাবেলা করবে কানাডা।

বাংলাদেশের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। ৭ জুন ডালাসে খেলতে নামবে টাইগাররা। 'ডি' গ্রুপে টাইগারদের বাকি তিন প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস এবং নেপাল।

১০ জুন নিউইয়র্কে দক্ষিণ আফ্রিকা, ১৩ জুন সেন্ট ভিনসেন্টে নেদারল্যান্ডস এবং ১৬ জুন একই ভেন্যুতে নেপালের বিপক্ষে ম্যাচ বাংলাদেশের।

বাংলাদেশের ম্যাচের সূচি ও ভেন্যু
৭ জুন-শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ, ডালাস
১০ জুন-দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ, নিউইয়র্ক

১৩ জুন-বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস, সেন্ট ভিনসেন্ট
১৬ জুন-বাংলাদেশ বনাম নেপাল, সেন্ট ভিনসেন্ট

এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।