হাফিজের লম্বা মিটিং-লেকচারে বিরক্ত পাকিস্তানি ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫৯ পিএম, ১৬ জানুয়ারি ২০২৪

গেল বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরের আগে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের ডিরেক্টর নির্বাচিত হয়েছিলেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজ। দলের দায়িত্ব নেওয়ার পর এখনো কোনো জয় উপহার দিতে পারেননি তিনি। বেশ কয়েকবার হয়েছেন সমালোচিত।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। এরপর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য নিউজিল্যান্ড সফরে যায় তারা। সেখানে এখন পর্যন্ত খেলা দুটি ম্যাচের দুটিতেই হেরেছে শাহ আফ্রিদির দল। অর্থাৎ হাফিজ দলের ডিরেক্টর হওয়ার পর ৫ ম্যাচের সবকটিই হার পাকিস্তানের।

এদিকে হাফিজের উপর ক্রিকেটাররা বিরক্ত জানিয়ে প্রতিবেদন প্রকাশ করছে পাকিস্তানের গণমাধ্যমে। বলা হচ্ছে, হাফিজের দীর্ঘ সময় ধরে মিটিং ও লেকচার শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছেন ক্রিকেটাররা। এ বিষয়ে গণমাধ্যমে অভিযোগ করেছেন নাম প্রকাশ না করা কয়েকজন ক্রিকেটার।

গণমাধ্যমে প্রতিবেদনে বলা হয়েছে, তিনি (হাফিজ) লম্বা সময় ধরে মিটিং করেন, দীর্ঘ সময় নিয়ে বক্তব্য দেন। এতে অনেক ক্রিকেটার বিরক্ত হয়ে পড়েন। কারণ, একই কথা তিনি বারবার বলেন।

নো অবজেক্টশন সার্টিফিকেট (এনওসি) নিয়ে বিতর্কের পর হাফিজের উপর ক্রিকেটারদের বিরক্তি চরমে পৌঁছেছে। বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্জাইজিতে খেলতে ক্রিকেটাদের অনুমতি দিতে না রকম বিষয়ের আবির্ভাব করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যে কারণে বোর্ডের উপর বিরক্ত ক্রিকেটাররা।

হাফিজের বিরুদ্ধে অভিযোগ, এনওসির দায়িত্বে থেকে তিনি শাদাব খান, আজম খান ও শাহিন শাহ আফ্রিদিকে এনওসি দিয়েছেন। কিন্তু বাংলাদেশের প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে আসতে অনেক ক্রিকেটারকে খেলতে আসার অনুমতি পাওয়ার ক্ষেত্রে হস্তক্ষেপ করছেন হাফিজ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দলে হাফিজের কর্মকাণ্ডে অস্বস্তিতে আছেন পাকিস্তানের ব্যাটিং কোচ অ্যাডাম হলিয়াকও। যার প্রভাব পড়ছে দলের ক্রিকেট পারফরম্যান্সে। ফলে একের পর এক ব্যর্থতার গ্লানি মুছতে হচ্ছে পাকিস্তানকে।

এমএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।