‘মাশরাফি এখন বাংলাদেশ ক্রিকেটের কিছু না’

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক সিলেট থেকে
প্রকাশিত: ১২:৪৪ এএম, ২৭ জানুয়ারি ২০২৪

মাশরাফি বিন মর্তুজা পুুরোপুরি ফিট নন। এবারের বিপিএলে সিলেট স্ট্রাইকার্স শুধু তার অধিনায়কত্বটাই চেয়েছে। আগের দুই ম্যাচে সেভাবে বোলিং করেননি। আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৪ ওভার করলেও সেটা ছিল একদমই শর্ট রানআপে, অনেকটা স্পিন বোলিংয়ের মতো।

মাশরাফি যেভাবে আনফিট অবস্থায় খেলছেন, সেটি নিয়ে সমালোচনাও হচ্ছে কম বেশি। এতে বিপিএলের মান নিয়ে প্রশ্ন উঠছে, এমনটাও মনে করেন অনেকে।

কুমিল্লার বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে সেই প্রসঙ্গ উঠলো বেশ কয়েকবার। যদিও মাশরাফি বেশ ধৈর্যর সঙ্গে সে সব প্রশ্নের উত্তর দিয়েছেন। তবে একপর্যায়ে বলেই ফেলেছেন, মাশরাফি এখন বাংলাদেশ ক্রিকেটের কিছু না।

শুক্রবার রাতে ৪ ওভার বল করে উইকেট না পেলেও মাশরাফি খরচ করেন মাত্র ১৯ রান। সমালোচনার জবাবটা পারফরম্যান্স দিয়েই দিলেন কি?

মাশরাফির জবাব, ‌‌‌‌‌না। এগুলো নিয়ে চিন্তা করার সময় এখন নেই। গত দুই ম্যাচ বোলিংই করিনি বলতে গেলে। আমি যেহেতু খেলছি, এভাবেই খেলতে হবে। আলোচনা তো পারফরম্যান্স খারাপ করলে হবেই। আমার কাজ যেহেতু বোলিং করা, বোলিং খারাপ করলে মাথায় নিতে হয়।‌'

সিলেট অধিনায়ক যোগ করেন, 'পারফরম্যান্স ক্রিকেটারদের খারাপ হতেই পারে। বাইরের আলোচনায় তো আপনি কামব্যাক করতে পারবেন না। সব খেলোয়াড়ের ক্ষেত্রেই। সমালোচনা নিয়েই খেলতে হবে। এর জবাব কিছু নেই। দেওয়াও যায় না।'

এরপরও মাশরাফির পারফরম্যান্স, আগামী বছর খেলবেন কিনা-এমন নানা প্রশ্ন আসে। সব প্রশ্নের উত্তর দিয়ে শেষতক মাশরাফি বলেই ফেলেন, তাকে নিয়ে এত ভাবনার কোনো ফায়দা নেই, ভাবতে হবে আগামীর ক্রিকেটারদের নিয়ে।

নড়াইল এক্সপ্রেস বলেন, ‌'মাশরাফি এখন বাংলাদেশ ক্রিকেটের কিছু না, আপনাদের চিন্তা করতে হবে। বাংলাদেশ ক্রিকেটে যারা আগামী দশ বছর সার্ভিস দিবে, তাদের নিয়ে ভাবুন। মানুষ যা চায় (ভাইরাল কন্টেন্ট), সেটা নিয়ে ভাবলেই হবে না। বাংলাদেশ ক্রিকেট কীভাবে উন্নতি হবে, সেটা নিয়ে ভাবতে হবে। সেগুলোই মানুষকে জানাতে হবে।'

এমএমআর/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।