ইউরোপা লিগ

বড় জয়ে ফাইনালের পথে ম্যানইউ-টটেনহ্যাম

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫৭ পিএম, ০২ মে ২০২৫

ইংলিশ প্রিমিয়ার লিগে তলানির দিকে থাকলেও ইউরোপা লিগে শিরোপা জয়ের স্বপ্ন দেখছে ম্যানচেস্টার ইউনাইটেড আর টটেনহ্যাম হটস্পার। দুই দলই নিজেদের ম্যাচে বড় জয় পেয়েছে।

সেমিফাইনালের প্রথম লেগে ম্যানচেস্টার ইউনাইটেড ৩-০ গোলে হারিয়েছে ঘরের মাঠের অ্যাথলেটিক বিলবাওকে। অন্যদিকে নিজেদের মাঠে টটেনহ্যাম নেমেছিল নরওয়ের ক্লাব বোডো/গ্লিমটের বিপক্ষে। সে ম্যাচে ৩-১ গোলের জয় পেয়েছে তারা।

বিলবাওয়ের মাঠ সান মেমেসে প্রথমার্ধেই তিন গোলে খেয়ে বিপর্যস্ত হয়ে পড়ে স্বাগতিকরা। এর মধ্যে ৩৫ মিনিটে ভিভিয়ান লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় বিলবাও।

৩০তম মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরোর গোলে এগিয়ে যায় ম্যানইউ। ৩৭ মিনিটে রাসমুস হজলুন্দকে ফাউল করে লাল কার্ড দেখেন বিলবাওয়ের দানি ভিভিয়ান। সফল স্পটকিকে ব্যবধান দ্বিগুণ করেন ব্রুনো ফার্নান্দেজ।

বিরতির আগেই আরও এক গোল। তৃতীয় গোলটি পর্তুগিজ তারকা ফার্নান্দেজের পা থেকে। শেষ পর্যন্ত ওই তিন গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানইউ। ইউরোপা লিগের আরেক সেমিফাইনালে নিজেদের মাঠে টটেনহ্যাম ৩-১ গোলে জিতেছে গ্লিমটের বিপক্ষে। খেলা শুরুর প্রথম মিনিটেই টটেনহ্যামকে লিড এনে দেন ব্রেনান জনসন। এরপর ৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জেমস ম্যাডিসন।

৬১ মিনিটে আরেকবার প্রতিপক্ষের জালে বল জড়ায় টটেনহ্যাম। এবার পেনাল্টি থেকে গোলটি করেন ডোমিনিক সোলাঙ্কে। গ্লিমটের পক্ষে ৮৩ মিনিটে উলরিক সাল্টনেস এক গোল করে কেবল ব্যবধানই কমাতে পেরেছেন।

এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।