আনচেলত্তিকে নতুন সময়সীমা বেঁধে দিলো ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:২৭ পিএম, ০২ মে ২০২৫

কার্লো আনচেলত্তিকে কোচ হিসেবে পেতে বহুবার চেষ্টা করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। তবে একবারও সফল হতে পারেনি। এবার সিবিএফের সামনে দারুণ সুযোগ। সেটি কাজে লাগাতে প্রাথমিক আলোচনাও হয়ে গেছে। তবে রিয়াল মাদ্রিদের সঙ্গে আনচেলত্তির আর্থিক লেনদেনে জটিলতা তৈরি হওয়ায় চুক্তির অগ্রগতি থমকে গেছে।

কিন্তু আনচেলত্তির পিছু ছাড়তে রাজি নয় সিবিএফ। দেশটি হয়তো সিদ্ধান্ত নিয়েছে, তারা ব্যাপারটির শেষ দিকে দেখেই ছাড়বে। যে কারণে নতুন কোচ নিয়োগের সময়সীমাও বাড়িয়েছে সিবিএফ।

ফুটবল-বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন নিজস্ব সূত্রের বরাতে জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার আনচেলত্তির জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সময়সীমা বাড়িয়েছে সিবিএফ। লা লিগার চলতি মৌসুমে রিয়ালের শিরোপা দৌড়ে ভাগ্য নির্ধারিত হওয়া পর্যন্ত তারা অপেক্ষা করতে ইচ্ছুক।

লা লিগায় বর্তমানে বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে রয়েছে রিয়াল। মৌসুমে উভয় দলেরই এখনো পাঁচটি করে ম্যাচ বাকি। এর মধ্যে ১১ মে মৌসুমের শেষ এল ক্লাসিকো খেলবে রিয়াল-বার্সা।

লা লিগায় রিয়ালের শেষ ম্যাচ রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে। সেটি ২৪ বা ২৫ মে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু অনুষ্ঠিত হতে পারে। সিবিএফের নতুন সময়সীমা অনুযায়ী, এই ম্যাচ শেষ করেও ব্রাজিল যেতে পারবেন আনচেলত্তি। অর্থাৎ আনচেলত্তিতে পেতে আগামী ২৬ মে পর্যন্ত অপেক্ষা করবে ব্রাজিল।

এদিকে ইএসপিএন সূত্র জানিয়েছে, আনচেলত্তি এবং রিয়ালের মধ্যে ক্লাব ছাড়ার পদ্ধতি ও সময় নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে। যা সমাধান না হলে তিনি ব্রাজিলের চাকরি গ্রহণ করতে পারবেন না।

রিয়ালের সঙ্গে আনচেলত্তির চুক্তি ২০২৬ সালের জুন পর্যন্ত। তার আগেই যদি আনচেলত্তি স্বেচ্ছায় চাকরি ছেড়ে দেন, তাহলে চুক্তির বাকি অংকের বেতন পাবেন না বা পাওনার পরিমাণ অনেক কমে যেতে পারে ইতালিয়ান মাস্টারমাইন্ডের। সেক্ষেত্রে সিবিএফের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করতে পারে রিয়াল।

সূত্র জানিয়েছে, রিয়াল সাধারণত যেকোনো কোচকে বরখাস্ত করলে ছয় মাসের বেতন পরিশোধ করে, চুক্তির মেয়াদ যতই বাকি থাকুক না কেন।

আরও একটি সূত্র জানিয়েছে, সম্ভাব্য সমঝোতা হতে পারে যে, আনচেলত্তিকে তার বাকি বেতনের একটি অংশ পরিশোধ করবে রিয়াল এবং বাকি অংশ সিবিএফ দেবে।

ব্রাজিল চায় ২৬ মে র মধ্যে নতুন কোচ নিয়োগ করতে। কারণ জুনে হতে যাওয়া ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের জন্য ওইদিন ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করা হবে।

ইএসপিএন এই সপ্তাহের শুরুতে জানিয়েছিল, আনচেলত্তি এবং রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ এই অচলাবস্থা নিয়ে শিগগিরই একটি বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

যদিও আনচেলত্তি সিবিএফের পছন্দের কোচ, তাকে এই বিষয়ে অবহিতও করা হয়েছে। তবুও বিকল্প হিসেবে আল হিলালের জর্জ জেসুস এবং পালমেইরাসের আবেল ফেরেইরার নামও বিবেচনা করছে সিবিএফ।

এমএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।