হাসপাতাল থেকে ছাড়া পেলেন এমবাপে

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:২৩ পিএম, ২০ জুন ২০২৫

হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। গতকাল বৃহস্পতিবার ক্লাব জানিয়েছে, তীব্র গ্যাস্ট্রোএনটেরাইটিসে (পেটের পীড়া) আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন ফরাসি তারকা।

অসুস্থতার কারণে গেল বুধবার মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে আল হিলালের বিপক্ষে ফিফা ক্লাব বিশ্বকাপে রিয়ালের ১-১ গোলে ড্রয়ের ম্যাচে অংশ নিতে পারেননি এমবাপে। এমনকি গত কয়েক দিন ধরে অনুশীলন থেকেও বিরত ছিলেন।

এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ বলেছে, ‘কিলিয়ান এমবাপে আজ (বৃহস্পতিবার) বিকেলে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এবং রিয়াল মাদ্রিদ ক্যাম্পে ফিরে এসেছেন। তিনি এখন বিশেষায়িত চিকিৎসা গ্রহণ করবেন এবং ধীরে ধীরে দলের অনুশীলনে ফিরবেন।’

গত মৌসুমে রিয়ালের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৩টি গোল করেন এমবাপে। যদিও এটি রিয়ালের জন্য হতাশাজনক মৌসুম ছিল।ফরাসি তারকার প্রথম মৌসুমে কোনো বড় ট্রফি জিততে পারেনি রিয়াল।

এমএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।