চতুর্থ সন্তানের বাবা হলেন নেইমার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:১১ পিএম, ০৬ জুলাই ২০২৫

ফের বাবা হলেন নেইমার। ৫ জুলাই ভোরে তার স্ত্রী ব্রুনা বিয়ানকার্দির কোল আলো করে এসেছে কন্যা সন্তান মেল। সবমিলিয়ে নেইমার এখন চার সন্তানের গর্বিত পিতা।

নেইমারের প্রথম সন্তান ছেলে দাভি লুকা জন্ম নিয়েছিল ২০১১ সালে, সাবেক প্রেমিকা ক্যারোলিনা দান্তাসের ঘরে। এর ১২ বছর পর ব্রুনো বিয়ানকার্দির সঙ্গে সম্পর্ক থাকা অবস্থায় ২০২৩ সালে কন্যা সন্তান মাভির বাবা হন নেইমার।

নয় মাসের মাথায় ২০২৪ সালের জুলাইয়ে তৃতীয় সন্তান আসে নেইমারের। আমান্দা কিম্বারলির ঘরে আসে কন্যা সন্তান হেলেনা।

৩৩ বছর বয়সী নেইমার ফের কন্যা সন্তানের বাবা হলেন। তার এক কন্যা সন্তান মাভি রয়েছে বর্তমান সঙ্গী বিয়ানকার্দির সঙ্গে। এবার বিয়ানকার্দি মা হয়েছেন নেইমারের চতুর্থ সন্তান মেল-এর।

গর্বিত মা বিয়ানকার্দি সামাজিক মাধ্যমে নবজাতকের সঙ্গে তাদের প্রথম ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা গেছে খুশির ছাপভরা মুখ।

ইনস্টাগ্রামে বিয়ানকার্দি লিখেছেন, ‘আমাদের মেল এসে গেছে, আমাদের জীবনকে আরও পূর্ণ ও মিষ্টিময় করতে! স্বাগতম, কন্যা! ঈশ্বর তোমার জীবনকে আশীর্বাদপূর্ণ করুন ও সব অকল্যাণ থেকে রক্ষা করুন! আমরা তোমার সঙ্গে এই নতুন অধ্যায় শুরু করতে মুখিয়ে আছি, আমরা তোমাকে ভালোবাসি!’

নেইমার বর্তমানে ব্রাজিলের ক্লাব সান্তোসে আছেন। ফলে বাবার দায়িত্ব পালনে সম্পূর্ণভাবে এখন সন্তানের পাশে থাকতে পারবেন তিনি।

এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।