বাবা হারালেন সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪৩ এএম, ০৮ জুলাই ২০২৫
প্রতিকি ছবি

বাবা হারালেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মিডিয়া কমিটির অন্যতম সদস্য জাহিদ হাসান এমিলি। গতকাল সোমবার আজ রাত ১০টায় বরিশালে নিজ বাসায় ইন্তেকাল করেন এমিলির বাবা আলহাজ্ব ইদ্রিস সরকার (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ইদ্রিস সরকারের মৃত্যুর বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মিডিয়া এক্সিকিউটিভ খালিদ মাহমুদ নওমী।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। ৫ ছেলে, ১ মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

আলহাজ্ব ইদ্রিস সরকার এর মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাননীয় সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতিগণ, কার্যনির্বাহী কমিটির সকল সদস্যগণ, সাধারণ সম্পাদকসহ বাফুফের সকল স্ট্যান্ডিং কমিটি এবং বাফুফের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ আন্তরিক শোক এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।

এমএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।