ফ্রি-কিকে দুর্দান্ত গোল, সর্বকালের রেকর্ড ভাঙতে পারবেন মেসি?

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৫৪ এএম, ১৩ জুলাই ২০২৫

এমএলএসে সাফল্যের ছাপ রেখেই চলেছেন লিওনেল মেসি। আজ রোববার বাংলাদেশ সময় সকালে ন্যাশভিল এসসির বিপক্ষে জোড়া গোল করে ইন্টার মিয়ামিকে জিতিয়েছেন ২-১ ব্যবধানে। এমএলএসের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা পাঁচ ম্যাচে একাধিক গোল করলেন আর্জেন্টাইন সুপারস্টার।

মেসির প্রথম গোলটি এসেছে চোখধাঁধানো এক ফ্রি-কিক থেকে। ন্যাশভিলের ডিফেন্ডারদের রক্ষণের গাঁথুনি ভেঙে গোলটি করেন আটবারের ব্যালন ডি'অরজয়ী তারকা। আর দ্বিতীয় গোলটি আসে ম্যাচের ৬২ মিনিটে। ন্যাশভিলের গোলরক্ষক জো উইলিসের ভুল পাস ধরে জাল খুঁজে বের করেন তিনি।

ক্যারিয়ারে এ নিয়ে ৬৯টি ফ্রি-কি গোল করলেন মেসি। আর্জেন্টাইন ফুটবল জাদুকর এখন ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ ফ্রি-কিক গোলদাতা। ন্যাশভিলের বিপক্ষে গোলটি করে তিনি পেছনে ফেলেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার মার্কোস আসুনসাওকে। ১৯৯৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত ৬৮টি ফ্রি-কি গোল করেছিলেন সাবেক ব্রাজিলিয়ান সেন্ট্রাল মিডফিল্ডার।

ভক্তদের কৌতূহল, ফুটবলের ইতিহাসে সবচেয়ে ফ্রি-কিক গোল করেছেন কে এবং মেসি কি সেই রেকর্ড ভাঙতে পারবেন?

৩৮ বছরেও দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন মেসি। তবে আর্জেন্টাইন তারকার জন্য সর্বোচ্চ স্থানে পৌঁছানো এখনো অনেক দূরের পথ। সেক্ষেত্রে সময়ই হতে পারে সবচেয়ে বড় প্রতিপক্ষ।

ফ্রি-কিকে সর্বোচ্চ গোলের তালিকায় মেসির ওপরে থাকা তিনজনই ব্রাজিলিয়ান।

এ তালিকায় শীর্ষে রয়েছেন মার্সেলিনহো কারিওকা। ১৯৮৮ থেকে ২০১২ সাল পর্যন্ত ২৪ বছরের ক্যারিয়ারে ৭৮টি ফ্রি-কিক গোল করেছেন ব্রাজিলের সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার।

দ্বিতীয়স্থানে রয়েছেন রবের্তো দিনামাইত। ১৯৭১ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত ৭৫টি ফ্রি-কিক গোল করেছেন এই স্ট্রাইকার।

এ তালিকায় তৃতীয় স্থানে আছেন জুনিনহো। ১৯৯৩ থেকে ২০১৩ সাল পর্যন্ত ২০ বছরের ক্যারিয়ারে ফ্রি-কিক থেকে ৭২টি গোল করেছিলেন ব্রাজিলের সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার।

ইতিহাস গড়তে হলে মেসিকে আরও ৯টি ফ্রি-কিক গোল করতে হবে। শেষ পর্যন্ত সেটি পারবেন কিনা, তা নিশ্চিত করে বলা যায় না।

আর্জেন্টাইন তারকার সাম্প্রতিক ফর্ম কিছুটা মিশ্র। ২০২৩ সালে ৫টি, ২০২৪ সালে মাত্র ১টি, আর ২০২৫ সালে এখন পর্যন্ত ফ্রি-কিক থেকে গোল করেছেন ৩টি। সামনে রয়েছে ২০২৬ বিশ্বকাপ ও ব্যস্ত সূচি।

এই অবস্থায় মেসি সেই ব্যবধান ঘোচাতে পারবেন কিনা, সেটি সময়ই বলবে। আর যদি না পারেন, তাহলেও ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ ফ্রি-কিক গোলদাতা হিসেবে তার অবস্থান নিঃসন্দেহে অত্যন্ত সম্মানজনক।

এমএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।