শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাফুফেকে জরিমানা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১১:১৬ এএম, ২১ জুলাই ২০২৫

গত ১০ জুন ঢাকায় হওয়া এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের বাংলাদেশ ও সিঙ্গাপুরের ম্যাচের শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাফুফেকে জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।

বাংলাদেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটিকে দেড় হাজার ডলার জরিমানা দিতে হবে। ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা শুরু করতে দুই মিনিট বিলম্ব করায় এই শাস্তি দেওয়া হয়েছে বাফুফেকে।

ওই ম্যাচের দ্বিতীয়ার্ধে খেলোয়াড় পরিবর্তনের সময়ও বিলম্ব হয়েছিল। জরিমানার পাশাপাশি বাংলাদেশকে সতর্কও করেছে এএফসি, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়।

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ ঘিরে দর্শকদের তুমুল উন্মাদনা ছিল। এর প্রধান কারণ, বাংলাদেশ দলে তিন প্রবাসী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী, শামিত সোম ও ফাহামিদুল ইসলামের অন্তর্ভূক্তি।

অনেক দিন পর ফুটবল ঘিরে মানুষের উৎসাহ তৈরি হয়েছিল। তবে ম্যাচটি বাংলাদেশ হেরে যায় কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার কৌশলগত ভুলের কারণে।

আরও পড়ুন-

আরআই/এমএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।