এবার ভুটানের লিগ খেলতে গেলেন তহুরা-শামসুন্নাহার
ভুটানের চলমান ন্যাশনাল উইমেন্স লিগে আলোচিত এখন বাংলাদেশের মেয়েরা। গোলের বন্যা বইয়ে দিয়ে নিজেদের দল জেতাচ্ছেন সাবিনা খাতুন, ঋতুপর্ণারা।
সেই ধারাবাহিকতায় এবার ভুটানের লিগে যোগ দিচ্ছেন বাংলাদেশের আরও দুই নারী ফুটবলার তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়র। তারা দুইজন খেলবেন রয়েল থিম্পু কলেজ এফসিতে।
আরও পড়ুন-
আজ সোমবার সকালে ভুটান পৌঁছেছেন তহুরা এবং শামসুন্নাহার জুনিয়র। দু’জনই প্রথমবারের মতো দেশের বাইরের কোনো লিগ খেলবেন।
এর আগে বাংলাদেশের ১০ নারী ফুটবলার ভুটানের লিগে খেলতে গেছেন। এ নিয়ে ভুটানের চলমান নারী লিগে বাংলাদেশের খেলোয়াড় দাঁড়ালো ১২ জনে।
থিম্পু থেকে তারা খাতুন জাগো নিউজকে বলেছেন, ‘আমরা দু’জনই প্রথমবারের মতো দেশের বাইরে খেলতে এসেছি। আশা করি, সেরাটা দিয়ে এখানে ভালো কিছু করতে পারবো। সবার কাছে দোয়া চাচ্ছি।’
আরআই/এমএইচ/