চ্যাম্পিয়ন মেয়েদের ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৩৪ পিএম, ২১ জুলাই ২০২৫

দরকার ছিল এক পয়েন্ট। তবে বাংলাদেশের মেয়েরা শিরোপা উৎসব করলো ৪-০ গোলের বড় জয়েই। আজ সোমবার সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নেপালকে বিধ্বস্ত করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো বাংলাদেশের মেয়েরা। নেপালের বিপক্ষে চারটি গোলই করেছেন সাগরিকা।

আরও পড়ুন>

অনূর্ধ্ব-২০ নারী দলের এই অর্জনে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। খেলোয়াড়দের পাশাপাশি কোচ ও ফুটবল ফেডারেশনের সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

উপদেষ্টা আসিফ মাহমুদ এক অভিনন্দন বার্তায় বলেন, ‘এই জয় দেশের জন্য এক গৌরবোজ্জ্বল মুহূর্ত। তাদের এই অসামান্য অর্জন দেশের নারী ফুটবলকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে। তাদের এই অদম্য স্পৃহা আমাদের অনুপ্রাণিত করে। ভবিষ্যতে তারা আরও ভালো করবে এবং দেশের জন্য আরও গৌরব বয়ে আনবে বলে আাশাবাদ ব্যক্ত করেন ক্রীড়া উপদেষ্টা।’

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।