ভিসেল কোবেকে হারিয়ে প্রাক মৌসুম শুরু বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:২০ পিএম, ২৭ জুলাই ২০২৫
ভিসেল কোবের বিপক্ষে গোলের পর বার্সা ফুটবলারদের উল্লাস। ছবি: ইন্টারনেট

প্রাক প্রস্তুতি ম্যাচ খেলতে জাপান সফরে যাবে বার্সেলোনা। খেলবে তারা জাপানি ক্লাব ভিসেল কোবের বিপক্ষে। তবে, প্রমোটার প্রতিষ্ঠানের চুক্তিভঙ্গের কারণে শুরুতে সফরটাই বাতিল করে দিয়েছিলো বার্সা; কিন্তু কোচ হান্সি ফ্লিক অনড় ছিলেন। প্রাক প্রস্তুতি ম্যাচগুলো তার খেলা লাগবেই।

শেষ পর্যন্ত নানা চড়াই-উৎরাই পেরিয়ে শুক্রবার জাপানগামী বিমান ধরতে পেরেছিলো বার্সেলোনার ৩০ জন ফুটবলার। সঙ্গে কোচ, সাপোর্টিং স্টাফ এবং কর্মকর্তারা তো ছিল।

Marcus rashford

জাপান সফরের শুরুতেই দেশটির অন্যতম সেরা ক্লাব ভিসেল কোবের (Vissel Kobe) বিপক্ষে আজ প্রথম ম্যাচ খেলে ফেলেছে বার্সা (Barcelona)। স্বাগতিক ক্লাবটিকে ৩-১ গোলে হারিয়েছে লামিনে ইয়ামালরা। বার্সার হয়ে মৌসুমের প্রথম গোলটি করেন এরিক গার্সিয়া। তরুণ ফুটবলার রুনি বার্ডজি করেন একটি গোল। বাকিটি করেন বার্সার ইয়থ একাডেমির ফুটবলার পেদ্রো ফার্নান্দেজ। ভিসেল কোবের হয়ে একটি গোল করেন তাইসেই মিয়াশিরো।

৩০ ফুটবলার নিয়ে কেন জাপান সফরে গেলো বার্সা? মূলতঃ এই সফর যেহেতু মৌসুম শুরু প্রস্তুতি, সে কারণে প্রতিটি খেলোয়াড়কেই অনুশীলন এবং ম্যাচের মধ্যে রাখা প্রয়োজন। সে কারণে কোচ হান্সি ফ্লিক নিয়মিত দলের ২৪ ফুটবলার এবং সঙ্গে বার্সেলোনার ইয়থ একাডেমির ৬জনকে নেয়া হয়েছে। সেই ৬ জনের একজন পেদ্রো ফার্নান্দেজ।

ম্যানচেস্টার ইউনাইটেড থেকে লোনে বার্সায় যোগ দিয়েছেন মার্কাস রাশফোর্ড। ভিসেল কোবেকে হারানো ম্যাচে খেলেছেন তিনিও। তবে ৪৫তম মিনিটে ব্রাজিলিয়ান তারকা রাফিনহার পরিবর্তে মাঠে নামেন তিনি। যদিও ৭৮ মিনিটে আবার তাদে তুলে নিয়ে মাঠে নামানো হয় ১৭ বছর বয়সী পেদ্রো ফার্নান্দেজকে। এই ফার্নান্দেজই একটি গোল উপহার দেন ৮৭তম মিনিটে।

১৯ বছর বয়সী রুনি বার্ডজি এবারই সুইডিশ ক্লাব এফসি কোপেনহেগেন থেকে যোগ দিয়েছেন বার্সেলোনায়। লামিনে ইয়ামালের পরিবর্তে ৪৫তম মিনিটে মাঠে নামেন তিনি। গোল পেলেন ৭৭তম মিরিনটে। বার্সার একাডেমি গ্র্যাডুয়েট পেদ্রো ফার্নান্দেজও তার জাত চেনালেন প্রথম ম্যাচেই। ৮৭তম মিনিটে গোল করে দলকে দারুণ এক জয় এনে দেন।

৩৩ মিনিটে এরিক গার্সিয়ার গোলে প্রথম এগিয়ে গিয়েছিল বার্সা। এরপর ম্যাচের ৪২তম মিনিটে গোলটি পরিশোধ করে ভিসেল কোবেকে সমতায় ফেরান জাপানি ফুটবলার তাইসেই মিয়াশিরো।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।