ড্র করেও বিশ্বকাপে স্পেন-অস্ট্রিয়া-সুইজারল্যান্ড

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৩৪ পিএম, ১৯ নভেম্বর ২০২৫

নিজেদের ম্যাচে ড্র করেও ২০২৬ ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে নাম লিখিয়েছে স্পেন, অস্ট্রিয়া আর সুইজারল্যান্ড।

স্পেন ২-২ গোলে ড্র করেছে তুরস্কের সঙ্গে। দানি ওলমোর গোলে চতুর্থ মিনিটে স্পেন এগিয়ে যাওয়ার পর ৪২ মিনিটে সমতা ফেরান তুরস্কের দেনিজ গুল।

৫৪ মিনিটে সালিহ ওজকান তুরস্ককে এগিয়ে দিয়েছিলেন ২-১ ব্যবধানে। তবে ৮ মিনিটের মাথায় ফের সমতা ফেরান স্পেনের মিকেল ওয়ারজাবান।

এদিকে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার সঙ্গে ১-১ সমতায় শেষ করেছে অস্ট্রিয়া। সুইজারল্যান্ড ১-১ গোলে ড্র করেছে কসোভার সঙ্গে।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।