থামলো সাইফের জয়রথ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০২:৪৫ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৭

আবাহনীর কাছে হার দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে অভিষেক হওয়ার পর আর পেছনো তাকায়নি নবাগত সাইফ স্পোর্টিং ক্লাব। টানা ৫ ম্যাচ জিতে শিরোপার দৌড়ে ভালোভাবেই টিকেছিল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হয়ে প্রিমিয়ারে ওঠা দলটি। কিন্তু তাদের সেই জয়রথ থামালো বিজেএমসি। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তাদের গোলশূন্যভাবে রুখে দিয়েছে টিম বিজেএমসি।

আরিফ, জুয়েল রানা ও ইব্রাহিম-গুরুত্বপূর্ণ এই ৩ খেলোয়াড়কে বাইরে রেখেই দল সাজাতে হয়েছিল সাইফ স্পোর্টিং ক্লাবের কোচ রায়ান নর্থমোরকে। তারপর আবার ৪২ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ডিফেন্সের অন্যতম খেলোয়াড় তপু বর্মনকে। বাকি সময় তাই নবাগতদের সতর্ক হয়েই খেলতে হয়েছে বিজেএমসির বিপক্ষে।

পয়েন্ট টেবিলে সামনে থাকা দুই প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী ও শেখ জামালের সঙ্গে ব্যবধান কমাতে এ ম্যাচে জয়টা গুরুত্বপূর্ণ ছিল সাইফ স্পোর্টিংয়ের। কিন্তু তারা ঘরে ফিরেছে মূল্যবান ২ পয়েন্ট খুইয়ে। ড্র করায় টেবিলে অবস্থান তৃতীয় থাকলেও শীর্ষ দুই দলের চেয়ে পয়েন্ট পার্থক্য ৩। অন্য দিকে অপ্রত্যাশিত এক পয়েন্ট পাওয়ায় টেবিলের ৮ম স্থানে উঠে এসেছে বিজেএমসি।

আরআই/এমআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।