থাইল্যান্ডে বাংলাদেশের কিশোরী ফুটবলাররা
এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে অংশ নিতে থাইল্যান্ড পৌঁছেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল। দেশটির চুনবুরিতে ১০ থেকে ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এশিয়ার সেরা আট দলের এ লড়াই। চ্যাম্পিয়ন, রানার্সআপ ও তৃতীয় দলের ভাগ্যে জুটবে আগামী বছর অনুষ্ঠিতব্য ফিফা অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপের টিকিট।
বাংলাদেশের কিশোরী ফুটবলাররা এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের টিকিট পেয়েছে গত বছর সেপ্টেম্বরে। ঢাকায় অনুষ্ঠিত বাছাই পর্বে বাংলাদেশ হয়েছিল গ্রুপ চ্যাম্পিয়ন। থাইল্যান্ডে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া, রানার্সআপ জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে। ‘এ’ গ্রুপের চার দল হচ্ছে-থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, চীন ও লাওস। বাংলাদেশের প্রথম খেলা ১১ সেপ্টেম্বর উত্তর কোরিয়ার বিরুদ্ধে।
বাংলাদেশ দল
গোলরক্ষক : মাহমুদা আক্তার, রোকসানা বেগম, রূপা আক্তার, রক্ষণভাগ : মাসুরা পারভীন, নারগিস খাতুন, শামসুন্নাহার, শিউলি আজিম, নিলুফা ইয়াসমিন নিলা, আনাই মগিনি, নাজমা, মধ্যমাঠ : মিশরাত জাহান মৌসুমী, মারজিয়া, সানজিদা আক্তার, মনিকা চাকমা, ইসরাত জাহান রত্না, তহুরা খাতুন, আখি খাতুন, রাজিয়া খাতুন, মারিয়া মান্ডা (সহ-অধিনায়ক), আক্রমণভাগ : কৃষ্ণা রানী সরকার (অধিনায়ক), আনুচিং মগিনি, সিরাত জাহান স্বপ্না ও সুলতানা।
গ্রুপ পর্বে বাংলাদেশের ৩ ম্যাচ
১১ সেপ্টেম্বর : বাংলাদেশ-উত্তর কোরিয়া
১৪ সেপ্টেম্বর : বাংলাদেশ-জাপান
১৭ সেপ্টেম্বর : বাংলাদেশ-অস্ট্রেলিয়া
আরআই/এমআর/আইআই