জাতীয় দলের জার্সিতে জামাল ভূঁইয়ার প্রথম গোল

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ১৩ নভেম্বর ২০২১

প্রায় ৮ বছর ধরে বাংলাদেশ জাতীয় দলে খেলছেন ডেনমার্ক প্রবাসী ফুটবলার জামাল ভূঁইয়া। গত কয়েক বছর ধরে দলের অধিনায়কত্ব করলেও, তার নামের পাশে ছিল না কোনো গোল। অবশেষে নিজের ৫৯তম ম্যাচে জামাল পেলেন প্রথম গোল।

শনিবার শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজা পাকসে চার জাতি ফুটবল টুর্নামেন্টে মালদ্বীপের বিপক্ষে গোল করেছেন তিনি। জামালের গোলেই মালদ্বীপের বিপক্ষে লিড নিয়েছে বাংলাদেশ। তবে সেটি ধরে রাখতে পারেনি তারা।

এর আগে অনূর্ধ্ব-২৩ দলের জার্সিতে গুরুত্বপূর্ণ গোল আছে জামালের। ২০১৮ এশিয়ান গেমস ফুটবলে জামালের গোলেই কাতারকে হারিয়ে প্রথমবারের মতো গ্রুপ পর্ব টপকে দ্বিতীয় পর্বে উঠেছিল বাংলাদেশ। কিন্ত অধিনায়ককে পোড়াচ্ছিল জাতীয় দলের জার্সিতে গোল করতে না পারার আক্ষেপ।

সেই আক্ষেপ ঘুচলো মালদ্বীপের বিপক্ষে গোল করে। ম্যাচের ১১ মিনিটে রহমত মিয়ার থ্রো থেকে বল জালে পাঠিয়েছিলেন জামাল। কিন্তু সহকারী রেফারি অফসাইডের পতাকা তুললে তীব্র প্রতিবাদ জানান বাংলাদেশের ফুটবলাররা।

পরে সহকারী রেফারির সঙ্গে আলোচনা করে গোলের বাঁশি বাজান রেফারি। জামাল পান জাতীয় দলের জার্সিতে ক্যারিয়ারের প্রথম গোল, বাংলাদেশ এগিয়ে যায় ১-০ ব্যবধানে।

তবে গোল ধরে রেখে বিরতিতে যেতে পারেনি লাল-সবুজ জার্সিধারীরা। ৩২ মিনিটে কর্নার থেকে গোল শোধ করে মালদ্বীপ। ফলে সমতা নিয়েই শেষ হয়েছে ম্যাচের প্রথমার্ধ।

আরআই/এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।