হাড্ডাহাড্ডি লড়াইয়ে পোল্যান্ড-মেক্সিকো ম্যাচ প্রথমার্ধ গোলশূন্য

বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো গোলের দেখা পাননি বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার রবার্ট লেভেন্ডোস্কি। তার অপেক্ষা আরও দীর্ঘায়িত করলো উত্তর আমেরিকার জায়ান্ট মেক্সিকো। বিশ্বকাপে ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকোর বিপক্ষে প্রথমার্ধে গোলের দেখা পায়নি পোল্যান্ড। পুরো ৪৫ মিনিট অবশ্য মেক্সিকানদের দাপট ছিল চোখে পড়ার মতো।
ম্যাচের প্রথম ২৫ মিনিট কোনো দলই গোলমুখে শট নিতে পারেনি। ম্যাচের ২৬ মিনিটে ভেগার বাড়ানো ক্রসে হেরেরার শট গোলবারের সামান্য বাইরে দিয়ে চলে গেলে গোলবঞ্চিত হয় মেক্সিকো। পুরো স্টেডিয়ামে মেক্সিকান সমর্থকদের অবস্থান ছিল চোখে পড়ার মতো। কিন্তু বল পায়ে এগিয়ে থাকলেও গোলমুখে শট নিতে পারেনি তারা।
জেরার্ডো টাটা মার্টিনোর দল এর আগের শেষ ৮টি বিশ্বকাপের প্রত্যেকটিতেই দ্বিতীয় রাউন্ডে উঠেছিল। অন্যদিকে পোল্যান্ডের ইতিহাস তাদের পক্ষে কথা বলছে না। দ্বিতীয়ার্ধ আরও জমজমাট হবে সে প্রত্যাশায় রয়েছেন দেশটির সমর্থকরা।
আরআর/জেডএইচ