দেখে নিন বেলজিয়াম ও কানাডা ম্যাচের একাদশ
২০১৮ বিশ্বকাপের তৃতীয় হওয়া বেলজিয়াম কাতার বিশ্বকাপে প্রথমবারের মত মাঠে নামছে। প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ দীর্ঘদিন পর বিশ্বকাপ খেলতে আসা কানাডা। কাতারের আহমেদ বেন আলী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায় ।
বেলজিয়াম একাদশ (ফরমেশন ৩-৪-২-১)
থিবো কুর্তোয়া, লিন্টার ডিনডনকার, টবি অল্ডারউয়েরেল্ড, ইয়ান ভারটনগেন, টিমোথি কাস্টাগনে, কেভিন ডি ব্রুইন, অ্যাক্সেল উইটসেল, ইউরি টিয়েলেমানস, ইডেন হ্যাজার্ড, ইয়ানিক কারাসকো, মিশি বাটশুয়াই,কোচ: রবার্তো মার্তিনেজ
কানাডা একাদশ (ফরমেশন ৩-৪-২-১)
মিলান বোয়ান, অ্যালিস্টার জনস্টোন, কামাল মিলার, স্টিভেন ভিক্টোরিয়া, জোয়ের ওয়াটারম্যান, আটিবা হাচিনসন, স্টিফেন ইউস্টাকুইও, জোনাথন ডেভিড, আলফোনসো ডেভিস, কাইল লারিন, টাওন বুখানান,কোচ: জন হার্ডম্যান।
আরআর/এএএইচ