ট্রফিতে চুমু খাচ্ছেন রোকুজ্জো, ছবি তুলছেন মেসি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:০০ এএম, ১৯ ডিসেম্বর ২০২২
ছবি- সংগৃহীত

ছোটবেলা থেকেই তাদের বন্ধুত্ব, ভালোবাসা। মেসির সুখ-দুঃখের সঙ্গী হয়ে সবসময় তার পাশে ছিলেন আন্তনেল্লা রোকুজ্জো।

টানা ৩ বিশ্বকাপে হেরে যখন বিদায় নিয়েছিলেন তখনও মেসিকে পাশে থেকে শক্তি জুগিয়েছেন। মেসি বারবারই তার কথায় পরিবার, স্ত্রী ও সন্তানদের সবকিছুতে, সবার আগে স্থান দিয়েছেন।

৩৬ বছর পর বিশ্বকাপ জয়। মেসির মতো তার পরিবারও আনন্দ অশ্রুতে চোখ ভাসিয়েছেন। ট্রফি জয়ের পর সেই মাহেন্দ্রক্ষণ আটকে রাখতে মেসি হয়ে গেলেন ফটোগ্রাফার। তবে কার ছবি তুলছেন? নিজের স্ত্রীর। রোকুজ্জোর ছবি তুলে মেসি বোধহয় হাফ ছেড়েই বাঁচলেন।

আরআর/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।