পুলিশকে হারিয়ে শেষ আটে রাসেল

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:২৮ পিএম, ২৪ জানুয়ারি ২০২৩

জিতলে কোয়ার্টার ফাইনাল-এমন সমীকরণ নিয়ে মঙ্গলবার ফেডারেশন কাপ ফুটবলে পুলিশ ফুটবল ক্লাবের বিপক্ষে খেলতে নেমেছিল শেখ রাসেল ক্রীড়া চক্র।

মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জিতেই টুর্নামেন্টের শেষ আটে খেলা নিশ্চিত করেছে সাবেক চ্যাম্পিয়নরা। ১-০ ব্যবধানে জয়ের একমাত্র গোলদাতা নিহাদ জামান উচ্ছ্বাস।

৭৬ মিনিট পর্যন্ত ম্যাচ গোলশূন্য থাকার পর উদযাপনের উপলক্ষ্য পেয়েছে ব্লুজরা। ডান থেকে নেওয়া ফ্রিকিকের বল বক্সে পড়েছিল অরক্ষিত উচ্ছ্বাসের সামনে। সুযোগ নষ্ট করেননি তরুণ ফরোয়ার্ড, হেডে বল পাঠিয়ে দিয়েছেন জালে।

তিন দলের গ্রুপ হওয়ায় শেখ রাসেলের জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে আবাহনীরও। বর্তমান চ্যাম্পিয়নরা প্রথম ম্যাচে হারিয়েছিল পুলিশকে। দুই ম্যাচ হেরে শূন্যহাতে টুর্নামেন্ট থেকে বিদায় নিলো পুলিশ।

আরআই/এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।