সাবিনাদের সিঙ্গাপুর পাঠানোর চেষ্টা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৩০ পিএম, ২৪ জানুয়ারি ২০২৩

ফিফা উইন্ডোতে নারী ফুটবল দলের ম্যাচ আয়োজন করতে বেশ কয়েকটি দেশের সঙ্গেই যোগাযোগ করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বেশ কয়েকটি থেকে এখন দল দাঁড়িয়েছে দুটি দল-সিঙ্গাপুর ও কম্বোডিয়া।

মঙ্গলবার পর্যন্ত সিঙ্গাপুরের সঙ্গে ম্যাচ খেলার অগ্রগতি ফিফটি-ফিফটি। সিঙ্গাপুর সম্মত হলে সাবিনাদের সেখানে পাঠানো হবে দুটি ম্যাচ খেলার জন্য।

সিঙ্গাপুরের সঙ্গে শেষ পর্যন্ত ম্যাচ না হলে ফেব্রুয়ারিতে খেলার সুযোগ হাতছাড়া হবে নারী ফুটবলারদের। তখন মার্চে বাংলাদেশে আসতে পারে কম্বোডিয়া।

বাফুফের সঙ্গে কম্বোডিয়ার যতটুকু যোগাযোগ হয়েছে, তাতে দেশটি বাংলাদেশে এসেই দুটি ম্যাচ খেলতে চায় এবং সেটা হলে মার্চে।

বাফুফে নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ‘সিঙ্গাপুরের বিষয়টি দোদুল্যমান। তাই বিকল্পা কম্বোডিয়া। মার্চে ফিফার কোন উইন্ডো নেই। কম্বোডিয়ার সঙ্গে আলোচনা করেই আমরা দুটি ম্যাচের আয়োজন করতে চাচ্ছি।’

এপ্রিলে বাংলাদেশ নারী ফুটবল দল আগামী বছর অনুষ্ঠিতব্য প্যারিস অলিম্পিক গেমসের বাছাইয়ে অংশ নেবে। বাছাইয়ে বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। প্রতিপক্ষ ইরান, মিয়ানমার ও মালদ্বীপ।

আরআই/এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।